লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দর
রোম–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দর "লিওনার্দো দা ভিঞ্চি", যা সাধারণত লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দর নামে পরিচিত, এটি ইতালির ফিউমিচিনোতে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যা রোমে বিমান পরিষেবা প্রদান করে। এটি দেশের ব্যস্ততম বিমানবন্দর, ইউরোপের একাদশ-ব্যস্ততম বিমানবন্দর এবং ৪৩.৫ মিলিয়নেরও বেশি যাত্রীদের পরিষেবা প্রদান সহ বিশ্বের ৪৯তম-ব্যস্ত বিমানবন্দর। বিমানবন্দরটি ১৬ বর্গ কিলোমিটার (৬.২ বর্গ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে।[২]
রোম–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দর "লিওনার্দো দা ভিঞ্চি" Aeroporto Internazionale di Roma–Fiumicino "Leonardo da Vinci" | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||||||||||
বিমানবন্দরের ধরন | সরকারি | ||||||||||||||||||
পরিচালক | এরোপোর্টি দি রোমা | ||||||||||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | রোম মহানগর অঞ্চল / ভ্যাটিক্যান সিটি | ||||||||||||||||||
অবস্থান | ফিউচিসিনো, ল্যাজিও, ইতালি | ||||||||||||||||||
চালু |
| ||||||||||||||||||
যে হাবের জন্য | আইটিএ এয়ারওয়েজ | ||||||||||||||||||
মনোনিবেশ শহর | |||||||||||||||||||
এএমএসএল উচ্চতা | ১৫ ফুট / ৫ মিটার | ||||||||||||||||||
স্থানাঙ্ক | ৪১°৪৮′০১″ উত্তর ০১২°১৪′২০″ পূর্ব / ৪১.৮০০২৮° উত্তর ১২.২৩৮৮৯° পূর্ব | ||||||||||||||||||
ওয়েবসাইট | adr.it | ||||||||||||||||||
মানচিত্র | |||||||||||||||||||
চিহ্নিতকারী দেখতে মানচিত্রে ক্লিক করুন | |||||||||||||||||||
রানওয়ে | |||||||||||||||||||
| |||||||||||||||||||
পরিসংখ্যান (২০২২) | |||||||||||||||||||
আটলান্টিয়া | |||||||||||||||||||
| |||||||||||||||||||
উৎস:[১] |
বিমানবন্দরটি পূর্বে পতাকাবাহী ও বৃহত্তম ইতালীয় বিমানসংস্থা আলিতালিয়ার প্রধান কেন্দ্র হিসাবে কাজ করেছিল, যা ২০২১ সালের ১৫ই অক্টোবর কার্যক্রম বন্ধ করে দেয়। এটি এখন আলিতালিয়ার উত্তরসূরি আইটিএ এয়ারওয়েজের প্রধান আন্তর্জাতিক কেন্দ্র।
এটি ২০২২ সাল পর্যন্ত টানা তিন বছর ধরে ৪০ মিলিয়নেরও বেশি যাত্রী সহ এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) ইউরোপ দ্বারা জারি করা হাব বিভাগে "সেরা বিমানবন্দর পুরস্কার" জিতেছিল।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Assaeroporti" (পিডিএফ)।
- ↑ Studio Impatto Ambientale ENAC
- ↑ Turismo Roma