লালা লক্ষ্মীপত সিংহানিয়া
লালা লক্ষ্মীপত সিংহানিয়া (১৯১০-১৯৭৬) ছিলেন একজন অগ্রগামী ভারতীয় উদ্যোক্তা এবং শিল্পপতি। তিনি হলেন বিশিষ্ট শিল্পপতি লালা কমলাপত সিংহানিয়ার পুত্র এবং ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান জে কে অর্গানাইজেশনের একজন মূল স্থপতি। তিনি লক্ষ্মীপত সিংহানিয়া একাডেমি প্রতিষ্ঠা করেন। [১]
২০১০ সালে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট জারি করা হয়েছিল। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ JK Organisation ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে. lpsiimlawards.in
- ↑ Singhania centenary stamp released, The Hindu, November 16, 2010. Accessed 12 November 2016.