লাৎসিও
লাৎসিও (ইতালীয়: Lazio; আ-ধ্ব-ব [ˈlattsjo]; লাতিন: Latium) দক্ষিণ ইউরোপের রাষ্ট্র ইতালির ২০টি প্রশাসনিক অঞ্চলের একটি। অঞ্চলটি ইতালির উপদ্বীপ অংশের কেন্দ্রভাগে অবস্থিত। লাৎসিও অঞ্চলে প্রায় ৫৯ লক্ষ লোকের বাস; এটি ইতালির দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল অঞ্চল (লোমবার্দিয়ার পরেই)।[১] অঞ্চলটির বাৎসরিক স্থূল অভ্যন্তরীণ উৎপাদন ১৯ হাজার কোটি ইউরোর বেশি, ফলে এটির অর্থনীতির আকার ইতালির প্রশাসনিক অঞ্চলগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম। লাৎসিও অঞ্চলের রাজধানীর নাম রোম। রোম ইতালির জাতীয় রাজধানী এবং বৃহত্তম শহর।
লাৎসিও Lazio | |
---|---|
ইতালির প্রশাসনিক অঞ্চল | |
দেশ / রাষ্ট্র | ইতালি |
রাজধানী | রোম |
সরকার | |
• আঞ্চলিক প্রধান | নিকোলা জিঙ্গারেত্তি (পার্তিতো দেমোক্রাতিকো) |
আয়তন | |
• মোট | ১৭,২৪২ বর্গকিমি (৬,৬৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ৫৮,৯৮,১৮২[১] |
বিশেষণ | লাৎসিওবাসী ইতালীয়: Laziale (লাৎসিয়ালে) |
সময় অঞ্চল | মইউস (CET) (ইউটিসি+1) |
• গ্রীষ্মকালীন (দিসস) | মইউগ্রীস (CEST) (ইউটিসি+2) |
ISO 3166 code | IT-62 |
স্থূল অভ্যন্তরীণ উৎপাদন (নামিক) | € ১৯ হাজার ৩০০ কোটি (২০১৭)[২] |
মাথাপিছু স্থূল অভ্যন্তরীণ উৎপাদন | €৩২,৭০০ (২০১৭)[২] |
মাউসূ (২০১৭) | ০.৯০১[৩] very high · 3rd of 21 |
এনইউটিএস অঞ্চল | ITE |
ওয়েবসাইট | www.regione.lazio.it |
লাৎসিও-র ভৌগোলিক আয়তন ১৭,২৪২ বর্গকিলোমিটার। এর উত্তরে তোসকানিয়া, উমব্রিয়া ও মার্কে অঞ্চলগুলি, পূর্বে আবরুৎসো ও মোলিজে অঞ্চলগুলি, দক্ষিণে কাম্পানিয়া অঞ্চল এবং পশ্চিমে টিরেনীয় সাগর (ভূমধ্যসাগরের অংশ)। অঞ্চলটি প্রধানত সমতল, তবে পূর্ব প্রান্তে ও দক্ষিণের জেলাগুলিতে অনুচ্চ পার্বত্য অঞ্চল বিদ্যমান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;pop
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ক খ "Regional GDP per capita ranged from 31% to 626% of the EU average in 2017" (সংবাদ বিজ্ঞপ্তি)। ec.europa.eu। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab"। hdi.globaldatalab.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৩।