লাক্ষাদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন
লাক্ষাদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন (এলএফএ) হল ভারতের লাক্ষাদ্বীপের কেন্দ্রশাসিত অঞ্চলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, জাতীয় নিয়ন্ত্রক সংস্থার সাথে অনুমোদিত।[২] এটি সন্তোষ ট্রফি এবং সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল পাঠায়।
সংক্ষেপে | এলএফএ |
---|---|
গঠিত | ২০১৬[১] |
সদরদপ্তর | কাভারাত্তি |
যে অঞ্চলে কাজ করে | লাক্ষাদ্বীপ, ভারত |
সদস্যপদ | ১ জেলা অ্যাসোসিয়েশন |
সভাপতি | কে মোহাম্মদ আলী |
সচিব | কে আই নিজামুদ্দিন |
প্রধান প্রতিষ্ঠান | সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Menon, Sandeep (২৪ জানুয়ারি ২০২৩)। "From the Dweeps with a Lakshya"। Deccan herald।
- ↑ "Lakshadweep Football Association"। All India Football Federation। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২২।