লাওসে ইসলাম

লাওসে ধর্ম

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র লাওসে ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যালঘু। দেশটির মোট জনসংখ্যার ০.০১% জনগোষ্ঠী মুসলিম[]মুসলমানদের দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে দেখা যায়, যেখানে একটি মসজিদ আছে।

ভিয়েনতিয়েনের একটি মসজিদ

দেশটির অধিকাংশ মুসলমানই ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত। খেমার রুজ শাসনামলে দেশটিতে কম্বোডিয়া থেকে চাম মুসলিমরা আগমন করে। দেশটির অধিকাংশ মুসলমানই শহরে বাস করে।[]

২০১৬ সালের জুন মাসে দেশটির ওডমজে প্রদেশে একটি নতুন মসজিদ স্থাপন করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. “2008 Report on International Religious Freedom,” Bureau of Democracy, Human Rights, and Labor, Under Secretary for Democracy and Global Affairs, United States Department of State, September 2008.
  2. "Archived copy"। ২০০৭-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০১-২৩