লাউরী নদী
বাংলাদেশের নদী
লাউরী নদী হচ্ছে বাংলাদেশের নেত্রকোনা জেলায় অবস্থিত একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার। ধলাই নদীর উত্তরমুখী শাখা হচ্ছে এই লাউরী নদী।[১]
লাউরী নদী | |
লাউরী নদীর উচ্চ প্রবাহ
| |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোনা জেলা |
উৎস | ধলাই নদী, |
মোহনা | কংস নদী |
দৈর্ঘ্য | ১২ কিলোমিটার (৭ মাইল) |
প্রবাহ
সম্পাদনালাউরী নদী ধলাই নদী থেকে উৎপত্তি হয়েছে এবং এটি প্রায় ছয় কিলোমিটার উত্তর দিকে প্রবাহিত হয়েছে। পরে প্রায় এক কিলোমিটার পথ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশ দিয়ে আবার উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং পথে সাইদিঘা বিল থেকে পানি সংগ্রহ করে জামধলা বাজারের কাছে কংস নদীতে পতিত হয়েছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৭১।
বাংলাদেশের নদী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |