লাইবেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
লাইবেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Liberia Football Association; এছাড়াও সংক্ষেপে এলএফএ নামে পরিচিত) হচ্ছে লাইবেরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৬ বছর পর ১৯৬২ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৩৬[১] |
সদর দপ্তর | মনরোভিয়া, লাইবেরিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯৬৪[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬২ |
সভাপতি | মুস্তফা রাজি |
সহ-সভাপতি | সেকু কোন্নেহ |
ওয়েবসাইট | lfa-lr |
এই সংস্থাটি লাইবেরিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লাইবেরিয় প্রথম বিভাগ, লাইবেরিয় দ্বিতীয় বিভাগ লীগ এবং লাইবেরিয় এফএ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে লাইবেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মুস্তফা রাজি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আইসাক মন্টগোমেরি।
কর্মকর্তা
সম্পাদনা- ১৮ সেপ্টেম্বর২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | মুস্তফা রাজি |
সহ-সভাপতি | সেকু কোন্নেহ |
সাধারণ সম্পাদক | আইসাক মন্টগোমেরি |
কোষাধ্যক্ষ | জাল্লাহ কোরভাহ |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | হেনরি ফ্লোমো |
প্রযুক্তিগত পরিচালক | হেনরি ব্রাউনি |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | পিটার বাটলার |
জাতীয় দলের কোচ (নারী) | ক্রিস্টোফার ওয়েরেহ |
রেফারি সমন্বয়কারী | ইবেনেজার কোনাহ |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ লাইবেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ লাইবেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)
টেমপ্লেট:লাইবেরিয়া-এ ফুটবল টেমপ্লেট:লাইবেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন