লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন
লর্ড হার্ডিঞ্জ বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত লালমোহন উপজেলার একটি ইউনিয়ন।
লর্ড হার্ডিঞ্জ | |
---|---|
ইউনিয়ন | |
৯নং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৪′৪৯.৯৯৯″ উত্তর ৯০°৪৯′৭.০০০″ পূর্ব / ২২.২৪৭২২১৯৪° উত্তর ৯০.৮১৮৬১১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | ভোলা জেলা |
উপজেলা | লালমোহন উপজেলা |
আয়তন | |
• মোট | ৪,৫৯৮ হেক্টর (১১,৩৬৩ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২৫,৭৯৮ |
• জনঘনত্ব | ৫৬০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৯ ৫৪ ৬৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন ও অবস্থান
সম্পাদনালর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের আয়তন ১১,৩৬৩ একর।[১] উপজেলা সদর থেকে প্রায় ২৫কিমি দক্ষিণ-পূর্বে মেঘনা নদীর তীরে এ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ধলী গৌরনগর ইউনিয়ন, পূর্বে মেঘনা নদী ও মনপুরা উপজেলা, পশ্চিমে রমাগঞ্জ ইউনিয়ন ও চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন এবং দক্ষিণে চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনালর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন লালমোহন উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লালমোহন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৭নং নির্বাচনী এলাকা ভোলা-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ফাতেমাবাদ
- অন্নদাপ্রসাদ
- প্যায়ারীমোহন
- লর্ড হার্ডিঞ্জ
- সৈয়দাবাদ
- চাঁদপুর
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ১২,৯৮৭ জন এবং মহিলা ১২,৮১১ জন। মোট পরিবার ৫,৫৭৭টি।[১]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৮%।[১] এ ইউনিয়নে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি,মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ১টি ফাজিল মাদ্রাসা রয়েছে।
অর্থনীতি
সম্পাদনাএখানকার মানুষ জেলে কাজ করে জীবিকা অর্জন করে এছাড়াও বিভিন্ন কৃষি কাজ করে থাকে।
খাল ও নদী
সম্পাদনালর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে চলেছে মেঘনা নদী এবং লর্ড হার্ডিঞ্জ ও রমাগঞ্জ ইউনিয়নের সীমানা বরাবর উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে চলেছে বেতুয়া নদী। তবে দক্ষিণে ফাতেমাবাদ স্লুইজ গেটের মাধ্যমে বেতুয়া নদীকে আটকানো হয়েছে। এক সময় এটি প্রবহমান ছিল। বর্তমানে এটিকে বদ্ধ জলাশয় হিসেবে মৎস্য চাষ করা হয়। এছাড়া এ ইউনিয়নে রয়েছে হালটের খাল, বুড়িরদোন খাল, হাসনিয়ার খাল, জাল ছেড়া খাল, সাকুচিয়া খাল, চর সৈয়দপুর মাস্টার খাল ও তিন গাজীর খাল।
দর্শনীয় স্থান
সম্পাদনা- মাওলানা সৈয়দ আহমেদের মাজার
- বেতুয়া নদী
- চর সৈয়দপুর
- মেঘনা নদীর তীর
- বেতুয়া নদীর উপর ফাতেমাবাদ স্লুইজ গেট
ঢাকার সাথে যোগাযোগ
সম্পাদনাঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টার মধ্যে কমপক্ষে ২ টি লঞ্চ চরফ্যাশন এর বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চগুলো হলোঃ এমভি তাশরিফ, এমভি ফারহান এবং এমভি কর্ণফুলী । উক্ত লঞ্চগুলোর যেকোন একটিতে চড়ে চরফ্যাশন এর বেতুয়া লঞ্চঘাটে নেমে মটর সাইকেল বা অটোরিক্সা যোগে লর্ড হার্ডিঞ্জএর ফাতেমাবাদের স্লুইজ বাজার হয়ে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের সব গ্রামেই যাতায়ত করা যায়।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাপুরো ইউনিয়ন জুড়ে পাকা সড়ক থাকলেও সড়কের অবস্থা বেহাল। তার তুলনায় পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নএর রাস্তাঘাটের অবস্থা অনেক উন্নত।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |