লরেন্স লিও গ্রেনার

রোমান ক্যাথলিক আর্চবিশপ

লরেন্স লিও গ্রেনার (ইংরেজি: Lawrence Leo Graner; ১৯০১ – ১৯৮২) ছিলেন একজন রোমান ক্যাথলিক ধর্মযাজক। তিনি পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের সদস্য হিসেবে ঢাকায় আসেন এবং ১৯৪৭ থেকে ১৯৫০ সাল পর্যন্ত ঢাকা ধর্মপ্রদেশের বিশপ এবং ১৯৫০ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করেন।[] তিনি ছিলেন ঢাকার সর্বশেষ বিশপ এবং প্রথম আর্চবিশপ।

লরেন্স লিও গ্রেনার
সি.এস.সি.
ঢাকা মহাধর্মপ্রদেশ
গির্জারোমান ক্যাথলিক
প্রধান ধর্মযাজকঢাকা মহাধর্মপ্রদেশ
স্থাপিত১৫ জুলাই ১৯৫০
মেয়াদ শেষ২৩ নভেম্বর ১৯৬৭
অন্যান্য পদঢাকার বিশপ(১৯৪৭)
ভাজারি-দিদার টাইটুলার আর্চবিশপ(১৯৬৭-১৯৭১)[]
আদেশ
বিন্যাস২৪ জুন ১৯২৮
পবিত্রকরণ২৩ এপ্রিল ১৯৪৭
জন ফ্রান্সিস ও'হারা দ্বারা
মর্যাদাক্রমআর্চবিশপ
ব্যক্তিগত বিবরণ
জন্ম নামলরেন্স লিও গ্রেনার
জন্ম(১৯০১-০৪-০৩)৩ এপ্রিল ১৯০১
ফ্র্যাঙ্কলিন, ভেনাঙ্গো কাউন্টি, পেন্সিল্‌ভেনিয়া, যুক্তরাষ্ট্র
মৃত্যু২১ এপ্রিল ১৯৮২(1982-04-21) (বয়স ৮১)
নটর ডেম, সাউথ বেন্ড, সেন্ট জোসেফ'স কাউন্টি, ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
গোষ্ঠীনামরোমান ক্যাথলিক
বাসস্থানঢাকা, বাংলাদেশ
মাতাপিতাউইলিয়াম বার্নার্ড গ্রোনার(পিতা),
মার্থা এমিলি কক্সসন(মাতা)

গ্রেনার ১৯০১ সালের ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের ভেনাঙ্গো কাউন্টির ফ্র্যাঙ্কলিন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উইলিয়াম বার্নার্ড গ্রোনার এবং মাতার নাম মার্থা এমিলি কক্সসন।[]

সন্ন্যাস জীবন

সম্পাদনা

১৯২৮ সালের ২৪ জুন গ্রেনারের যাজকীয় অভিষেক হয়। এরপর ১৯৪৭ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি ঢাকার বিশপ হিসেবে মনোনীত হন এবং ২৩ এপ্রিল তার বিশপীয় অভিষেক হয়। ১৯৫০ সালের ১৫ জুলাই ঢাকা ডায়োসিসকে মেট্রোপলিটন আর্চডায়োসিসে উন্নীত করা হলে তিনি এর আর্চবিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬৭ সালের ২৩ নভেম্বর তিনি এ পদ থেকে পদত্যাগ করে ভাজারি-দিদা [en]র টাইটুলার আর্চবিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

লরেন্স গ্রেনার ১৯৮২ সালের ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সেন্ট জোসেফ'স কাউন্টির নটর ডেমে মৃত্যু বরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Archdiocese of Dhaka, Bangladesh"GCatholic। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৪ 
  2. "Lawrence Leo Graner (1901-1982)"FamilySearch। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৪ 
  3. "Archbishop Lawrence Leo Graner"Catholic-Hierarchy। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৪ 
ক্যাথলিক চার্চ উপাধি
পূর্বসূরী
টিমোথি জোসেফ ক্রওলি
ঢাকার বিশপ
১৯৪৭–১৯৫০
আর্চবিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ
নতুন পদবী ঢাকার আর্চবিশপ
১৯৫০–১৯৬৭
উত্তরসূরী
থিওটোনিয়াস অমল গাঙ্গুলী