লম্ব গণিতের একটি পরিভাষা। এটি গণিতের বিভিন্ন শাখা যেমন: প্রাথমিক জ্যামিতি, ত্রিকোণমিতিতে ব্যবহৃত হয়।[]

চিত্রে CD সরলরেখার ওপর অঙ্কিত লম্ব AB

সংজ্ঞা ও পরিচিতি

সম্পাদনা

একটি সরলরেখা, অপর একটি সরলরেখার ওপর দণ্ডায়মান হলে তাদের উৎপন্ন সন্নিহিত কোণের মান ৯০° হলে প্রথমোক্ত রেখাকে দ্বিতীয় রেখাটির ওপর লম্ব বলা হয়। উপরের চিত্রে AB সরলরেখাটি CD সরলরেখার ওপর লম্ব। একে প্রকাশ করা হয়  দিয়ে।[] চিত্রে,<ABC=90° এবং <ABD=90°

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Kay (1969, p. 114)
  2. Kay (1969, p. 91)

বহিঃসংযোগ

সম্পাদনা