লক্ষ্মী (চলচ্চিত্র)
লক্ষ্মী একটি ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন রাঘব লরেন্স এবং প্রযোজনা করেছেন শাবিনা খান ও তুষার কাপুর। এটি ২০১১ সালের তামিল চলচ্চিত্র কাঞ্চনার পুনঃনির্মাণ। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আদভানি ও আর. মাধবন। চলচ্চিত্রটি ২০২০ সালের ৯ নভেম্বর মুক্তিলাভ করে।
লক্ষ্মী | |
---|---|
পরিচালক | রাঘব লরেন্স |
প্রযোজক | শাবিনা খান তুষার কাপুর |
রচয়িতা | ফারহাদ সামজি |
শ্রেষ্ঠাংশে | অক্ষয় কুমার কিয়ারা আদভানি আর. মাধবন |
চিত্রগ্রাহক | ভেট্রি |
প্রযোজনা কোম্পানি | কেপ অব গুড ফিল্মস তুষার এন্টারটেইনমেন্ট হাউস শাবিনা এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়
সম্পাদনা- অক্ষয় কুমার - অমর মাঞ্জরেকর
- কিয়ারা আদভানি - গীতা বর্মা
- তুষার কাপুর
- তরুণ অরোরা[১]
প্রযোজনা
সম্পাদনাচলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা করা হয় ২০১৯ সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে, যখন লরেন্স নিশ্চিত করেন যে তার নির্মিত তামিল চলচ্চিত্র কাঞ্চনা বলিউডে পুনঃনির্মিত হবে।
সঙ্গীত
সম্পাদনাএই চলচ্চিত্রটির গানগুলো মানজ মিউজিক এবং তনিষ্ক বাগচী দ্বারা কম্পোজ করা হয়েছে, গানের কথা লিখেছেন সাব্বির আহমেদ এবং তনিষ্ক বাগচী।
লক্ষ্মী বোম্ব | |
---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক | |
ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক |
ভাষা | হিন্দি |
সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজ |
প্রযোজক | মানজ মিউজিক |
তনিষ্ক বাগচী নমস্তে লন্ডন এর "চাকনা চাকনা" নামে গানটি পুনরায় তৈরি করবেন। এছাড়াও তিনি ২০০৫ সালের চলচ্চিত্র ইনসান এর আইকনিক "রেইন রেইন" গানটিকেও পুনরায় তৈরি করবেন। উপর্যুক্ত দুই গানই পূর্বে হিমেশ রেশমিয়া রচনা করেছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Laxmmi Bomb: Jab We Met's Anshuman to play villain in Akshay Kumar film"। India Today। ১৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৯।
৩. ^ "ল্যাক্সম্মি বোম্ব ২০২০". M Topper 24. সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।