রেস্তরাঁ ও রন্ধনশিল্প বিভাগ, উমিয়া বিশ্ববিদ্যালয়
রেস্টুরেন্ট ও রন্ধনশিল্প বিভাগ, উমিয়া বিশ্ববিদ্যালয় (সুইডীয়: Restauranghögskolan i Umeå) হল উমিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অংশ।
Restauranghögskolan vid Umeå universitet | |
স্থাপিত | ২০০২ |
---|---|
পরিচালক | উটে ওয়াল্টার |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৫ |
শিক্ষার্থী | ১৪০ |
অবস্থান | |
ওয়েবসাইট | www.rh.umu.se |
১৯৯৬ সালে উমিয়া বিশ্ববিদ্যালয়ের রন্ধশিল্প বিভাগটি চালু হয়। ২০০২ সালে উমিয়া বিশ্ববিদ্যালয়ের রেস্টুরেন্ট এবং রন্ধনশিল্প বিভাগ শুরু হয়। সৃজনশীল রন্ধন বা রেস্টুরেন্ট আতিথেয়তার জন্য ব্যাচেলর ডিগ্রী দেয়া হয়।[১]
প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে উন্নতি লাভ করেছে। অতিথি অধ্যাপক গার্ট ক্লোৎজে এই বিভাগের অন্যতম একজন যিনি এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। ২০০৫ সালে সুইডেনের অন্যতম বিখ্যাত রাঁধুনী এবং রেস্তঁরার পরিচালক মার্কাস স্যামুয়েলসন এই বিভাগে উপরি অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। বর্তমানে ম্যাথিয়াস ডালগ্রেন অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ম্যাথিয়াস হলেন সুইডেনের একমাত্র বিশ্ব-পুরস্কারজয়ী ব্যক্তিত্ব এবং দুইটি রেস্তঁরা - স্টকহোমের ডাইনিং রুম এবং খাদ্য বার-এর পরিচালক।
অধ্যাপক
সম্পাদনা- গার্ট ক্লোৎজে - অধ্যাপক পরিদর্শন
- ম্যাগনাস জোহানসন - যোজন লেকচারার, জোকো
- ম্যাগনাস এক - যোজন লেকচারার, ওয়াক্সেন স্কার্গার্ডস্ক্রোগ
- ম্যাথিয়াস ডালগ্রেন - যোজন অধ্যাপক,
- আইয়ে অরি মন্তান - পরিদর্শন লেকচারার
- জোর্ন নরেন - প্রভাষক
- পার ভেডম্যান - প্রভাষক
- পিটার ভেগ - স্টাডিজ / সহকারী পরিচালক
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bachelor's programme (Swedish)"। ৫ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- অফিশিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মে ২০১৪ তারিখে
টেমপ্লেট:Sweden-university-stub
খাদ্য বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |