রেশমা অউর শেরা
রেশমা অউর শেরা (হিন্দি: रेशमा और शेरा, অনুবাদ 'রেশমা আর শেরা') হচ্ছে ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি ভাষার অপরাধ নাট্য চলচ্চিত্র। সুনীল দত্তের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন তিনি নিজেই এবং ওয়াহিদা রেহমান, অমিতাভ বচ্চন, রাখী, বিনোদ খান্না এবং অমরিশ পুরি; এছাড়াও ছিলেন সঞ্জয় দত্ত (শিশুশিল্পী হিসেবে), সঞ্জয়ের বয়স তখন মাত্র ১১-১২ বছর, তিনি একটি গানে কাওয়ালি গায়কের চরিত্রে কিছুক্ষণের জন্য ছিলেন।
রেশমা অউর শেরা | |
---|---|
পরিচালক | সুনীল দত্ত |
প্রযোজক | সুনীল দত্ত |
রচয়িতা | এস. আলী রেজা |
শ্রেষ্ঠাংশে | সুনীল দত্ত ওয়াহিদা রেহমান রাখী বিনোদ খান্না অমিতাভ বচ্চন |
সুরকার | জয়দেব |
চিত্রগ্রাহক | রামচন্দ্র |
সম্পাদক | প্রাণ মেহরা |
প্রযোজনা কোম্পানি | অজন্তা আর্টস |
মুক্তি | ২৩শে জুলাই ১৯৭১ |
স্থিতিকাল | ১৫৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আন্তর্জাতিকভাবে খুবই সমাদৃত চলচ্চিত্র ছিলো এই রেশমা অউর শেরা[১], চলচ্চিত্রটি ২২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'সোনালি ভাল্লুক' পুরস্কার পেয়েছিলো।[২] চলচ্চিত্রটি শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য ভারতীয় নিবেদনে গেলেও মনোনীত হয়নি, ৪৪তম একাডেমী পুরস্কারে গিয়েছিলো এটি।[৩] ওয়াহিদা রেহমান এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) পেয়েছিলেন।
অভিনয়ে
সম্পাদনা- সুনীল দত্ত - শেরা
- ওয়াহিদা রেহমান - রেশমা
- অমিতাভ বচ্চন - ছোটু
- বিনোদ খান্না - বিজয়
- রঞ্জিত - গোপাল
- রাখী - গোপালের পত্নী
- অমরিশ পুরি - রেহমাত খান
- সঞ্জয় দত্ত - কাওয়ালি গায়ক
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রেশমা অউর শেরা (ইংরেজি)