রেলভবন
ভারতীয় রেলের প্রধান কার্যালয়
রেলভবন ভারতীয় রেলের প্রধান কার্যালয়।[১] নয়াদিল্লিতে সংসদ ভবনের কাছে ১, রাইসিনা রোডে এই ভবনটি অবস্থিত। সাত সদস্যবিশিষ্ট রেলওয়ে বোর্ড সহ রেল মন্ত্রকের সদর কার্যালয় এই ভবনেই অবস্থিত।
রেলভবন | |
---|---|
বিকল্প নাম | রেল ভবন |
সাধারণ তথ্যাবলী | |
ঠিকানা | ১, রাইসিনা সড়ক, দিল্লি |
শহর | নতুন দিল্লি |
দেশ | ভারত |
স্বত্বাধিকারী | ভারতের সরকার |
রেল বোর্ডের অন্য ৭ সদস্যের সঙ্গে রেলমন্ত্রী এই ভবনেই বসেন। এর প্রধানকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে ডাকা হয় যার বর্তমান প্রধান ভিনয় মিতাল যিনি ২০১১ সালের জুলাইয়ে জনাব বিবেক সাহাইয়ের কাছ থেকে দ্বায়িত্ব গ্রহণ করেন।[২] রেলওয়ে বোর্ড সাধারনত ১৭টি জোনের তত্বাবধান করে থাকে যার মধ্যে নতুন গঠিত কলকাতা মেট্রোও অন্তর্ভুক্ত। এটি রেলওয়ের সাবেক মন্ত্রী ও বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠা করা হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ মে ২০১১ তারিখে Ministry of Railways, Government of India
- ↑ Posted: Friday, Jul 01, 2011 at 0225 hrs IST (২০১১-০৭-০১)। "Vinay Mittal appointed railway board chairman"। Financialexpress.com। সংগ্রহের তারিখ ২০১২-০২-১১।
বহিঃসংযোগ
সম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |