রেন্ডিশন (চলচ্চিত্র)
রেন্ডিশন (ইংরেজি: Rendition) ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন চলচ্চিত্র। যুদ্ধবিরোধী এই ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ আফ্রিকান পরিচালক গেভিন হুড। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর এক্সট্রাঅর্ডিনারি রেনডিশন নামক বিশেষ সন্ত্রাসী চিহ্নিতকরণ প্রক্রিয়াকে ঘিরে এর কাহিনী আবর্তিত হয়েছে। খালিদ-এল-মাসরির জীবনের সত্য কাহিনীকে আশ্রয় করে এটি নির্মাণ করা হয়েছে যাকে আল-কায়েদা সদস্য খালিদ-আল-মাসরি ভেবে ভুল করে রেন্ডিশন নেয়া হয়েছিল।
রেন্ডিশন | |
---|---|
পরিচালক | গেভিন হুড |
প্রযোজক | স্টিভ গোলিন ডেভিড কেন্টার কাইথ রেডমন মাইকেল সুগার মার্কাস ভিসিডি |
রচয়িতা | কেলি সেইন |
সুরকার | পল হ্যাপকার মার্ক কিলিয়ান |
চিত্রগ্রাহক | ডিয়ন বিবে |
সম্পাদক | মেগান গিল |
মুক্তি | ৭ই সেপ্টেম্বর, ২০০৭ ১৯শে অক্টোবর, ২০০৭ ১৯শে অক্টোবর, ২০০৭ ৯ই জানুয়ারি, ২০০৮ ১৭ই জানুয়ারি, ২০০৮ ১৮ই এপ্রিল, ২০০৮ |
স্থিতিকাল | ১২২ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রেন্ডিশন (ইংরেজি)
- মেটাক্রিটিকে রেন্ডিশন (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে রেন্ডিশন (ইংরেজি)
- রটেন টম্যাটোসে রেন্ডিশন (ইংরেজি)
- অলমুভিতে রেন্ডিশন (ইংরেজি)