রেইনড্যান্স চলচ্চিত্র উৎসব
রেইনড্যান্স একটি চলচ্চিত্র উৎসব ও চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান, যেটি লন্ডন, নিউ ইয়র্ক সিটি, ভ্যানকুভার, মন্ট্রিয়ল, টরন্টো, বার্লিন, ব্রাসেলস, ও বুদাপেস্টের মত বড় শহরগুলোতে পরিচালিত হয়ে থাকে।[১] ১৯৯২ সালে ইলিয়ট গ্রোভ এটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য হল ব্রিটিশ চলচ্চিত্র নির্মাণ, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ চলচ্চিত্র নির্বাহী ও ক্রেতা, সাংবাদিক, চলচ্চিত্রের ভক্তকূল ও চলচ্চিত্র নির্মাতাসহ সকল দর্শকদের সামনে তুলে ধরা।[২]
অবস্থান | লন্ডন, নিউ ইয়র্ক সিটি, ভ্যানকুভার, মন্ট্রিয়ল, টরন্টো, বার্লিন, ব্রাসেলস, বুদাপেস্ট |
---|---|
ওয়েবসাইট | raindance |
এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস, ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস ও ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম পুরস্কার কর্তৃক স্বীকৃত।[৩] ২০১৩ সালে ভ্যারাইটি পত্রিকা এই উৎসবটিকে বিশ্বের শীর্ষ ৫০ চলচ্চিত্র উৎসবের তালিকায় অন্তর্ভুক্ত করে।[৪]
শাখা
সম্পাদনা- শ্রেষ্ঠ যুক্তরাজ্য ও আন্তর্জাতিক স্বাধীন চলচ্চিত্র
- হাউজ অব রেইনড্যান্স - আলোচনা ও প্যানেল
- রেইনড্যান্স ভিআরএক্স প্রোগ্রাম - ভার্চুয়াল রিয়েলিটি ও নতুন মাধ্যম
- নেটওয়ার্কিং ইভেন্ট
পুরস্কার
সম্পাদনা- শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র
- শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র
- শ্রেষ্ঠ যুক্তরাজ্যের চলচ্চিত্র
- শ্রেষ্ঠ যুক্তরাজের পরিচালক
- শ্রেষ্ঠ যুক্তরাজ্যের অভিনয়শিল্পী
- শ্রেষ্ঠ যুক্তরাজ্যের চিত্রগ্রহণ
- শ্রেষ্ঠ নবাগতের জন্য এলিসার কাবরেরা ডিসকভারি পুরস্কার
- ডিসকভারি পুরস্কার পরিচালক
- ডিসকভারি পুরস্কার অভিনয়শিল্পী
- শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র
- শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেডেট চলচ্চিত্র
- উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
- রেইনড্যান্স আইকন পুরস্কার
- রেইনড্যান্স ইমার্সিভ পুরস্কার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Film events in the UK"। ব্রিটিশ কাউন্সিল। ২০১০-০২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Screen South"। স্ক্রিন সাউথ। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "About - Raindance Film Festival"। রেইনড্যান্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "London Official Visitor Guide"। ভিজিট লন্ডন। ২০১৩-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।