রূপবান মুড়া
বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের প্রাচীন সভ্যতার একটি নিদর্শন
রূপবান মুড়া বাংলাদেশের কুমিল্লা জেলার একটি প্রত্নত্ত্বাতিক স্থান।
অবস্থান | কুমিল্লা |
---|---|
অঞ্চল | চট্টগ্রাম বিভাগ |
এলাকা |
|
স্থান নোটসমূহ | |
জনসাধারণের প্রবেশাধিকার | উন্মোক্ত |
নিষ্ক্রিয় খনন |
অবস্থান
সম্পাদনাএটি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার বার্ড নামক স্থানে অবস্থিত। নব্বই দশকের দিকে এটি খনন করা হয়।
প্রাপ্ত নিদর্শনসমূহ
সম্পাদনাএটি খনন করার পরে ৩৪.১৪ মি × ২৫ মি (১১২.০ ফু × ৮২.০ ফু) পরিমাপের একটি বিহার এবং ২৮.৯৬ মি × ২৮.৯৬ মি (৯৫.০ ফু × ৯৫.০ ফু) পরিমাপের মন্দিরের ধ্বংসাবশেষ এখানে পাওয়া যায়। এছাড়া মুড়োটির পূর্ব পাশের প্রকৌষ্ঠ থেকে বেলে পাথরের কারুকাজ করা বৃহদাকার ১টি বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। ধারণা করা হয় মূর্তিটি ৭ম থেকে ১২শ শতাব্দীর।[১]
চিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে রূপবান মুড়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।