রুহুল আমিন (পরিচালক)

 রুহুল আমিন (জন্ম ১৯৭১, বাংলাদেশ) একজন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক।

রুহুল আমিন
জন্ম১৯৭১
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনন্যাশনাল ফিল্ম এন্ড টেলিভিশন স্কুল
পেশাচলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯৮৩–বর্তমান

আমিন বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮০ এর দশকের শেষের দিকে কিশোর বয়সে পিতা-মাতার সাথে ব্রিটেন এ আসেন।[] তিনি বিদ্যালয়ে পড়াকালীন তার প্রথম প্রামাণ্যচিত্র-নাটক পূর্ব লন্ডন তৈরি করেছিলেন।[] তিনি ন্যাশনাল ফিল্ম এন্ড টেলিভিশন স্কুলে পড়াশোনা করেছেন।[]

কর্মজীবন

সম্পাদনা

১৯৮৬ সালে আমিন চ্যানেল ৪ টেলিভিশনের জন্য তার প্রথম চলচ্চিত্র "এ কাইন্ড অফ ইংলিশ" তৈরি করেছিলেন।[][]

আমিন বিবিসি এবং চ্যানেল ৪ এর জন্য ১৫-এর বেশি [] চলচ্চিত্র তৈরি করেছেন যার মধ্যে বেশিরভাগ প্রামাণ্যচিত্র এবং নাটক।[] তিনি ২০১৭ সালে যুক্তরাজ্য, ভারত এবং বাংলাদেশ-এর মধ্যে গ্যালাক্সি ফিল্মস প্রযোজিত মিথুন চক্রবর্তী অভিনীত বাংলার লোককবি, দার্শনিক এবং গীতিকার হাসন রাজার জীবন ও সংগীতের উপর ভিত্তি করে হাসন রাজা চলচ্চিত্র তৈরি করেন।[] ছবিটির অর্থায়ন করেছিলেন আমিনের বন্ধুবান্ধব এবং ইংল্যান্ডের বাংলাদেশী সম্প্রদায় []

আমিন লন্ডনের ইস্ট এন্ডের বাঙালি সম্প্রদায়ের জীবনকে কেন্দ্র করে সংবেদনশীল, স্বল্পতর, কাব্যিক চলচ্চিত্র তৈরি করার জন্য পরিচিত।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর নাম মন্তব্য
১৯৮৩ পূর্ব লন্ডন
ফিল্ম ইন মাই হার্ট
১৯৮৬ এ কাইন্ড অফ ইংলিশ টিভি চলচ্চিত্র
১৯৯৩ মুভিওয়ালা
১৯৯৪ রাইথম
১৯৯৫ ওইকেট টাইগার
১৯৯৬ ভায়োলেন আর্থ
নিউ ইস্টান্ডার্স'
১৯৯৭ রাজমিস্ত্রী
১৯৯৮ মেগাস্টার
২০০০ উই নিড ইউ টিভি চলচ্চিত্র
ফরযেন মোমেন্ট স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র
২০১৪ সেন্ট অফ আর্থ
২০১৮ হাসন রাজা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Malik, Sarita (১০ জুন ২০১৫)। "রুহুল আমিন চলচ্চিত্র হাসন রাজা"। এশিয়ান লাইট নিউজ। ৩১ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫ 
  2. Nag, Kushali (১২ এপ্রিল ২০১১)। "পাওয়ার লাভ"The Telegraph। Calcutta। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫ 
  3. Mannikka, Eleanor (৩ মে ২০০৭)। "এ কাইন্ড অফ ইংলিশ (১৯৮৬)"The New York Times। New York। ১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫ 
  4. Malik, Sarita (Autumn ১৯৯৪)। "সুমিত্রা মালিক ও রুহুল আমিন" (3) (2 সংস্করণ)। a British film institute magazine। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫ 
  5. Ali, Arif (১৯৮৮)। তৃতীয় বিশ্ব। Hansib Publications। পৃষ্ঠা 80। আইএসবিএন 978-1-870518-04-8। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১০ 
  6. Uddin, Romuz (৮ মে ২০১৩)। "হাসন রাজার চলচ্চিত্র সাক্ষাৎকার"। Washington: ওয়াশিংটন বাংলা রেডিও। ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪