রুডলফ মার্কাস
কানাডীয় রসায়নবিদ
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (এপ্রিল ২০১৪) |
রুডলফ আর্থার মার্কাস একজন কানাডীয় বংশোদ্ভূত রসায়নবিদ। তিনি ১৯৯২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
রুডলফ আর্থার মার্কাস | |
---|---|
জন্ম | রুডলফ আর্থার মার্কাস জুলাই ২১, ১৯২৩ |
জাতীয়তা | মার্কিন, কানাডীয় |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা |
মাতৃশিক্ষায়তন | ম্যাকগিল বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ইলেক্ট্রন ট্রান্সফার |
দাম্পত্য সঙ্গী | Laura Hearne (1949-2003; her death; 3 children) |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৯২) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | পলিটেকনিক ইন্সটিটিউট অব , ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি |
জীবনী
সম্পাদনামার্কাস ১৯২৩ সালের ২১ জুলাই কুইবেকের মন্ট্রিলে জন্মগ্রহণ করেন। মার্কাস ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৩ সালে বিএসসি এবং ১৯৪৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [১]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাসম্মানসূচক ডিগ্রি
সম্পাদনা
|
|
পুরস্কার
সম্পাদনান্যাশনাল মেডেল অব সায়েন্স, ১৯৮৯
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৭ জুন ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৩।