রীনা রায়
ভারতীয় অভিনেত্রী
রীনা রায় (জন্ম ৭ জানুয়ারি, ১৯৫৭) একজন প্রাক্তন বলিউড অভিনেত্রী যিনি ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অনেক চলচ্চিত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি তার সময় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। ১৯৯৮ সালে তাকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছিলো।[১][২]
রীনা রায় | |
---|---|
জন্ম | মুম্বাই | ৭ জানুয়ারি ১৯৫৭
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৭২-১৯৮৫ |
উচ্চতা | ১৬৯ সেন্টিমিটার |
পূর্ব জীবন
সম্পাদনারীনা রায় জন্মগ্রহণ করেন সাইরা আলী নামে, একজন মুসলিম পিতার তৃতীয় কন্যা হিসেবে, তার পিতার নাম ছিলো সাদিক আলী, যিনি একজন ছোটো খাটো অভিনেতা ছিলেন। রীনার মা ছিলেন পাঞ্জাবি হিন্দু যার নাম ছিলো শারদা রায়। রীনার তিনটি ভাইবোন ছিলো।
১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত 'জরুরত' চলচ্চিত্র ছিলো রীনা অভিনীত প্রথম চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রের প্রযোজক রীনার নাম 'রীনা রায়' রেখেছিলেন; সেই থেকেই এই অভিনেত্রী 'রীনা রায়' নামে পরিচিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১৩-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রীনা রায় (ইংরেজি)
- https://web.archive.org/web/20010508162759/http://www.geocities.com/Hollywood/Cinema/2623/reena.html
- http://www.hindustantimes.com/news/specials/slideshows/80s/ReenaRoy.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে
- http://www.parinda.com/profile/994/reena-roy[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]