রিয়াল, দ্য মুভি
'রিয়াল মাদ্রিদ' ফুটবল দল সম্পর্কিত ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র
রিয়াল, দ্য মুভি স্পেনীয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব নিয়ে বোর্হা মান্সো কর্তৃক পরিচালিত একটি চলচ্চিত্র।২৫ আগস্ট ২০০৫ সালে, এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে চলচ্চিত্রটি প্রথম প্রদর্শন করা হয়।
রিয়াল, দ্য মুভি | |
---|---|
পরিচালক | বোর্হা মান্সো |
প্রযোজক | লুইস মান্সো |
রচয়িতা | আন্দ্রেস এম. কোপেল বোর্হা মান্সো |
শ্রেষ্ঠাংশে | হাভিয়ের আলবালা মাগুএতে কলি জেসিকা বল |
পরিবেশক | ওয়ার্নার সগেফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯০ মিনিট |
ভাষা | ইংরেজি, স্পেনীয় |
চলচ্চিত্রের মাধ্যমে ক্লাবটির ইতিহাস তুলে ধরা হয়।