নজদ ও হাসা আমিরাত
(রিয়াদ আমিরাত থেকে পুনর্নির্দেশিত)
নজদ ও হাসা আমিরাত ছিল তৃতীয় সৌদি রাষ্ট্র। ১৯০২ থেকে ১৯২১ পর্যন্ত এই রাষ্ট্র স্থায়ী ছিল।[১] ঐতিহাসিকরা একে রিয়াদ আমিরাত বলেও উল্লেখ করেন।[২] এটি ছিল সৌদ পরিবার দ্বারা শাসিত রাজতন্ত্র ধাচের সরকার ব্যবস্থা।[২] রিয়াদের যুদ্ধে সৌদি সেনারা রশিদ পরিবার শাসিত হাইল আমিরাত দখলের পর এই রাষ্ট্র গঠিত হয়।[২]
নজদ ও হাসা আমিরাত إمارة نجد والأحساء | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
১৯০২–১৯২১ | |||||||||
পতাকা | |||||||||
রাজধানী | রিয়াদ | ||||||||
প্রচলিত ভাষা | আরবি, ফার্সি, উসমানীয় তুর্কি | ||||||||
ধর্ম | সুন্নি ইসলাম | ||||||||
সরকার | পূর্ণ রাজতন্ত্র | ||||||||
আমির | |||||||||
• ১৯০৩-১৯২১ | আবদুল আজিজ ইবনে সৌদ | ||||||||
ইতিহাস | |||||||||
১৯০২ | |||||||||
১৯২১ | |||||||||
|