রিমো মুজতাঘ
রিমো মুজতাঘ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পূর্ব কারাকোরাম পর্বতশ্রেণীর এক উপপর্বতশ্রেণী বিশেষ।
রিমো মুজতাঘ | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৭,৫১৬ মিটার (২৪,৬৫৯ ফুট) |
স্থানাঙ্ক | ৩৫°০৮′২৭″ উত্তর ৭৭°৩৪′৩৯″ পূর্ব / ৩৫.১৪০৮৩° উত্তর ৭৭.৫৭৭৫০° পূর্ব |
ভূগোল | |
অবস্থান | জম্মু ও কাশ্মীর, ভারত |
মূল পরিসীমা | কারাকোরাম পর্বতশ্রেণী |
অবস্থান
সম্পাদনারিমো মুজতাঘ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পূর্ব কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। এই পর্বতশ্রেণীর উত্তর দিকে রিমো হিমবাহ ও টেরাম শের হিমবাহ, উত্তরপূর্ব দিকে কারাকোরাম গিরিবর্ত্ম ও সিয়াচেন মুজতাঘ, পূর্বদিকে শ্যোক নদী ও দেপসাং সমতলভূমি, দক্ষিণপূর্বে সাসের গিরিবর্ত্ম ও সাসের মুজতাঘ, পশ্চিমদিকে নিম্ন সিয়াচেন হিমবাহ ও নুব্রা উপত্যকা অবস্থিত।
বিতর্কিত অঞ্চল
সম্পাদনারিমো মুজতাঘের দক্ষিণভাগের অংশ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ হলেও পাকিস্তান এই অঞ্চলের অপর দাবী করে। রিমো পর্বতসহ রিমো মুজতাঘের উত্তরভাগের অংশ সিয়াচেনের অংশ হওয়ায় ভারতের অধিকৃত হলেও পাকিস্তান এই অঞ্চলের অপর দাবী করে।
পর্বতশৃঙ্গ
সম্পাদনাশৃঙ্গ | উচ্চতা (মিটার) | উচ্চতা (ফুট) | স্থানাঙ্ক | উদগ্রতা | প্রথম আরোহণ | আরোহণ (শৃঙ্গ জয়) |
---|---|---|---|---|---|---|
মামোস্টোং কাংরি | ৭,৫১৬ | ২৪,৬৫৯ | ৩৫°০৮′২৭″ উত্তর ৭৭°৩৪′৩৯″ পূর্ব / ৩৫.১৪০৮৩° উত্তর ৭৭.৫৭৭৫০° পূর্ব | ১,৮০৩ | ১৯৮৪ | ৫ (০) |
রিমো পর্বত ১ | ৭,৩৮৫ | ২৪,২২৯ | ৩৫°২১′২১″ উত্তর ৭৭°২২′০৫″ পূর্ব / ৩৫.৩৫৫৮৩° উত্তর ৭৭.৩৬৮০৬° পূর্ব | ১,৪৩৮ | ১৯৮৮ | ৩ (১) |
রিমো পর্বত ২ | ৭,৩৭৩ | ২৪,১৮৯ | ||||
রিমো পর্বত ৩ | ৭,২৩৩ | ২৩,৭৩০ | ৩৫°২২′২৯″ উত্তর ৭৭°২১′৪২″ পূর্ব / ৩৫.৩৭৪৭২° উত্তর ৭৭.৩৬১৬৭° পূর্ব | ৬১৫ | ১৯৮৫ | ১ (১) |
রিমো পর্বত ৪ | ৭,১৬৯ | ২৩,৫২০ | ১৯৮৪ |
বহিঃসংযোগ
সম্পাদনা- Jerzy Wala, Orographical Sketch Map of the Karakoram, Swiss Foundation for Alpine Research, Zurich, 1990.
- Andy Fanshawe and Stephen Venables, Himalaya Alpine-Style, Hodder and Stoughton, 1995.