রিভেঞ্জ (২০২৪-এর চলচ্চিত্র)
মোহাম্মদ ইকবাল পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র
রিভেঞ্জ (অর্থ: প্রতিশোধ) ২০২৪ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। চলচ্চিত্রটি ১৭ই জুন মুক্তি পায়।[১]
রিভেঞ্জ | |
---|---|
পরিচালক | মোহাম্মদ ইকবাল |
প্রযোজক | মোহাম্মদ ইকবাল |
চিত্রনাট্যকার | আব্দুল্লাহ জহির বাবু |
কাহিনিকার | আব্দুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে | জিয়াউল রোশান শবনম বুবলী |
চিত্রগ্রাহক | সাইফুল শাহীন |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | সুনান মুভিজ |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পী
সম্পাদনা- জিয়াউল রোশান
- শবনম বুবলী - পুলিশ [২]
- অনিন্দিতা মিমি
- মিশা সওদাগর
- দীপা খন্দকার
- কাজী হায়াৎ
- আমিন সরদার
- জাদু আজাদ
- শিমন্ত আহমেদ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'রিভেঞ্জ' নিয়ে ঈদে আসছেন বুবলী"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪।
- ↑ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। "ঈদে আসছে পুলিশ বুবলীর 'রিভেঞ্জ'"। ঈদে আসছে পুলিশ বুবলীর ‘রিভেঞ্জ’ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রিভেঞ্জ (ইংরেজি)