রিধি দোগরা
ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
রিধি দোগরা (জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৮৪) হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি অসুর ওয়েব ধারাবাহিকে নুসরত চরিত্রে, দ্য ম্যারেড ওম্যান -এ আস্থা চরিত্রে, মর্যাদা: লেকিন কাব তক?, নাচ বলিয়ে ৬ এবং ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৬ -এ অংশগ্রহণ ও তার অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[৩][৪]
রিধি দোগরা | |
---|---|
জন্ম | [১] | ২২ সেপ্টেম্বর ১৯৮৪
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৮–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রাকেশ বাপত (বি. ২০১১; বিচ্ছেদ. ২০১৯) |
আত্মীয় | অক্ষয় দোগরা (ভাই) অরুণ জয়তালি (আঙ্কেল)[২] |
টেলিভিশন
সম্পাদনাবছর | শো | ভূমিকা |
---|---|---|
২০০৬ | ঝুম জিয়া রে | হিমানি |
২০০৮ | রাধা কি বেটিয়া কুছ কার দিখায়েঙ্গী | রাণী |
২০০৯ | হিন্দি হ্যায় হাম | বাবলি |
২০১০ | হরর নাইটস | |
রিস্তা.কম | সুরীনা | |
সেভেন | দিয়া | |
মাতা পিতা কে চরণো মে স্বর্গ | পায়েল | |
লাগী তুঝসে লগন | সুপ্রিয়া | |
২০১০–২০১২ | মর্যাদা: লেকিন কাব তাক? | প্রিয়া আদিত্য জাখর |
২০১৩ | সাবিত্রী | রাজকুমারী দময়ন্তি / সাবিত্রী রাই চৌধুরী |
২০১৪ | ইয়ে হ্যায় আশিকি | মিলি ভাটনাগর |
২০১৩–২০১৪ | নাচ বালিয়ে ৬ | প্রতিযোগী |
2015 | ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৬ | |
দিয়া অর বাতি হাম | কোচ অদিতি | |
২০১৬ | ডর সাবকো লাগতা হ্যায় | |
আই ডোন্ট ওয়াচ টিভি | নিজে | |
২০১৭ | ওহ আপনা সা | নিশা জিন্দাল |
২০১৮ | কায়ামাত কি রাত | সুইটি |
২০২১ | ইন্ডিয়ান আইডল | অতিথি |
কুমকুম ভাগ্য | ||
কুণ্ডলী ভাগ্য |
ওয়েব
সম্পাদনাবছর | নাম | ভূমিকা | প্লাটফ্রম | সূত্র |
---|---|---|---|---|
২০২০ | অসুর | নুসরত সাঈদ | ভুট স্পেসিয়াল | |
২০২১ | দ্য ম্যারেড ওমেন | আস্থা | আল্ট বালাজী ও জি৫ | [৫] |
পুরস্কার
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | ভূমিকা | শো | ফলাফল |
---|---|---|---|---|---|
২০১১ | ভারতীয় টেলিভিশন অ্যাকাডেমি পুরস্কার | সেরা অভিনেত্রী ড্রামা (জুরি) | প্রিয়া জাখর | মর্যাদা: লেকিন কাব তাক? | মনোনীত |
২০১৩ | স্বর্ণ পুরস্কার | সেরা অভিনেত্রী (জনপ্রিয়) | সাবিত্রী | সাবিত্রী | মনোনীত |
২০১৭ | নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা (মহিলা) | নিশা | ওহ আপনা সা | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Wishes pour in from Ekta Kapoor, Sanaya Irani, Dheeraj Dhooper and others on Ridhi Dogra's birthday"। Times of India।
- ↑ Nijher, Jaspreet (২৪ এপ্রিল ২০১৪)। "Raqesh, Ridhi rush in Amritsar to support their families - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৬।
- ↑ "Riddhi Dogra in 'Khatron Ke Khiladi 6"। The Indian Express। ১২ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫।
- ↑ S Sen, Debarati (২৩ ডিসেম্বর ২০১৪)। "Riddhi-Raqesh return as an on-screen jodi"। Times of India। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫।
- ↑ Keshri, Shweta (১৪ ফেব্রুয়ারি ২০২১)। "The Married Woman trailer out. Ridhi Dogra, Monica Dogra are en route to self-discovery"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২১।