রিদমবক্স (অডিও প্লেয়ার)
রিদমবক্স (ইংরেজি: Rhythmbox) একটি ফ্রি ও ওপেন সোর্স অডিও প্লেয়ার যেটি ডিজিটাল অডিও ফাইল চালায় ও ব্যবস্থাপনা করে। [১] রিদমবক্স জিস্ট্রিমার মিডিয়া ফ্রেমওয়ার্ক ব্যবহার করে গ্নোম ডেস্কটপ পরিবেশের অধীনে কাজ করার জন্যে ডিজাইন করা হয়েছে। তবে অন্য ডেস্কটপ পরিবেশের সাথেও এটি কাজ করে।
উন্নয়নকারী | গ্নোম এবং কম্যুনিটি |
---|---|
প্রাথমিক সংস্করণ | ১৮ আগস্ট ২০০১ |
যে ভাষায় লিখিত | সি (জিটিকে+) |
অপারেটিং সিস্টেম | গ্নু/লিনাক্স, ইউনিক্স-সদৃশ |
উপলব্ধ | বহুভাষিক |
ধরন | অডিও প্লেয়ার |
লাইসেন্স | গ্নু জিপিএল সংস্করণ ২+ |
ওয়েবসাইট | wiki |
রিদমবক্স ফেডোরা,[২] উবুন্টু ১২.০৪ এলটিএস সংস্করণ থেকে,[৩] এবং ১৮.১ সংস্করণ থেকে লিনাক্স মিন্টের ডিফল্ট অডিও প্লেয়ার।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অ্যাপ/রিদমবক্স - গ্নোম উইকি!"। wiki.gnome.org। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ "১২.৩. রিদমবক্স মিউজিক প্লেয়ার"। docs.fedoraproject.org। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ "প্রেসাইজপেঙ্গোলিন/টেকনিক্যালওভারভিউ/বেটা২ - উবুন্টু উইকি"। wiki.ubuntu.com। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে রিদমবক্স (অডিও প্লেয়ার) সংক্রান্ত মিডিয়া রয়েছে।