রিচার্ড চেম্বারলিন (আইসলিংটন ওয়েস্টের সংসদ সদস্য)
ব্রিটিশ রাজনীতিবিদ
রিচার্ড চেম্বারলেইন (৭ জুলাই ১৮৪০ - ২ এপ্রিল ১৮৯৯) ছিলেন যুক্তরাজ্যের একজন লিবারেল এবং পরে লিবারেল ইউনিয়নিস্ট রাজনীতিবিদ।[১]
জীবন
সম্পাদনাজোসেফ চেম্বারলেনের ছোট ভাই, [২] তিনি ক্যাম্বারওয়েলে জোসেফ চেম্বারলেইন (১৭৯৬-১৮৭৪) এবং ক্যারোলিন হারবেন (১৮০৬-১৮৭৫) এর কাছে জন্মগ্রহণ করেন।
চেম্বারলেন ১৮৭৯ থেকে ১৮৮০ সাল পর্যন্ত বার্মিংহামের মেয়র ছিলেন, [২] এবং পরবর্তীতে ১৮৮৫ থেকে ১৮৯২ সাল পর্যন্ত আইলিংটন ওয়েস্টের সংসদ সদস্য (এমপি) ছিলেন।[১]
তাকে কী হিল সিমেট্রি, হকলি, বার্মিংহামে সমাহিত করা হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Historical list of MPs: I[অধিগ্রহণকৃত!]
- ↑ ক খ Anderton, Thomas (১৯০০)। A Tale of One City: The New Birmingham। Midland Counties Herald। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-০৯। উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "tale of one city" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ Manning, E. H. (১৯২৪)। Handbook of the Birmingham General Cemetery: together with biographical notes on those interred therein। Hudson & Son। পৃষ্ঠা 21। ১৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৬।