রিচার্ড অ্যাক্সেল
চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী
রিচার্ড অ্যাক্সেল একজন অণুজীববিজ্ঞানী যিনি ঘ্রাণ তন্ত্রের উপর কাজের জন্য ২০০৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
রিচার্ড অ্যাক্সেল | |
---|---|
জন্ম | |
নাগরিকত্ব | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | Stuyvesant High School কলাম্বিয়া ইউনিভার্সিটি জনস হপকিন্স স্কুল অব মেডিসিন |
দাম্পত্য সঙ্গী | Cornelia Bargmann |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৪) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | নিউরোসায়েন্স |
প্রতিষ্ঠানসমূহ | কলাম্বিয়া ইউনিভার্সিটি |
উল্লেখযোগ্য শিক্ষার্থী | লিন্ডা বি বাক, David J. Anderson, Catherine Dulac, ডেভিড জুলিয়াস, রিচার্ড শ্যালার |
জীবনী
সম্পাদনাঅ্যাক্সেল ১৯৪৬ সালের ২ জুলাই নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে এবি এবং ১৯৭০ সালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঐ বছর কলাম্বিয়া ইউনিভার্সিটি তে ফিরে আসেন এবং ১৯৭৮ সালে পূর্ণ অধ্যাপক হন। [১][২]