রিং লার্ডনার জুনিয়র
রিংগোল্ড উইলমার "রিং" লার্ডনার জুনিয়র (ইংরেজি: Ringgold Wilmer "Ring" Lardner Jr.; ১৯ আগস্ট ১৯১৫ - ৩১ অক্টোবর ২০০০) ছিলেন একজন মার্কিন সাংবাদিক ও চিত্রনাট্যকার। তিনি ওম্যান অব দ্য ইয়ার (১৯৪২) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য মাইকেল ক্যানিনের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার এবং ম্যাশ (১৯৭০) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি ১৯৪০-এর দশকের শেষভাগে ও ১৯৫০-এর দশকের রেড স্কেয়ার চলাকালীন হলিউড চলচ্চিত্র স্টুডিও কর্তৃক কালোতালিকাভুক্ত হন।[১]
রিং লার্ডনার জুনিয়র | |
---|---|
Ring Lardner Jr. | |
জন্ম | রিংগোল্ড উইলমার লার্ডনার জুনিয়র ১৯ আগস্ট ১৯১৫ |
মৃত্যু | অক্টোবর ৩১, ২০০০ ম্যানহাটন, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৫)
পেশা | লেখক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৩৭–১৯৭৭ |
দাম্পত্য সঙ্গী | সিলভিয়া শুলমান (বি. ১৯৩৭; বিচ্ছেদ. ১৯৪৫) ফ্রান্সেস চেনি (বি. ১৯৪৬; মৃ. ২০০০) |
সন্তান | ৩ |
পিতা-মাতা | রিং লার্ডনার (পিতা) এলিস অ্যাবট (মাতা) |
পুরস্কার | একাডেমি পুরস্কার (২ বার) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনালার্ডনার জুনিয়র ১৯১৫ সালের ১৯শে আগস্ট ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা রিং লার্ডনার ছিলেন একজন সাংবাদিক ও কলামিস্ট এবং মাতা এলিস অ্যাবট। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়, তার বাকি তিন ভাই হলেন জন, জেমস ও ডেভিড লার্ডনার। তিনি অ্যান্ডোভারের ফিলিপস একাডেমি ও পরে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি মস্কো বিশ্ববিদ্যালয়ের অ্যাংলো-আমেরিকান ইনস্টিটিউটেও ভর্তি হয়েছিলেন। নিউ ইয়র্কে ফিরে এসে তিনি ১৯৩৫ সালে ডেইলি মিরর-এ অল্প কিছুদিন কাজ করার পর ডেভিড ও. সেলৎসনিকের নতুন চলচ্চিত্র কোম্পানিতে প্রচারণা পরিচালক হিসেবে যোগ দেন। ১৯৩৭ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।[২]
কর্মজীবন
সম্পাদনালার্ডনার জুনিয়র শুরুতে প্রচারণাকর্মী ও পাণ্ডুলিপি সমন্বয়ক হিসেবে হলিউডে কাজ করেন এবং পরে তার নিজের লেখনী শুরু করেন। তিনি ওম্যান অব দ্য ইয়ার (১৯৪২) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য মাইকেল ক্যানিনের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য পাণ্ডুলিপি হল লরা (১৯৪৪), ব্রাদারহুড অব ম্যান (১৯৪৬), ফরেভার অ্যাম্বার (১৯৪৭) এবং ম্যাশ (১৯৭০)। শেষোক্ত চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ring Lardner Jr., Member of Blacklisted ´Hollywood Ten,´ Dies"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০০০। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
- ↑ ডানবার, ডেভিড এল. (১৬ নভেম্বর ২০১৫)। "The Hollywood Ten: The Men Who Refused to Name Names"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।