রাহুল ঢোলাকিয়া
ভারতীয় চলচ্চিত্র পরিচালক
(রাহুল ধোলাকিয়া থেকে পুনর্নির্দেশিত)
রাহুল ঢোলাকিয়া একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পারজানিয়া (২০০৫) চলচ্চিত্রের জন্যে তিনি বিখ্যাত।[১][২] এর পূর্বে তিনি টিনএজ প্যারেন্টস ও নিউইয়র্ক ট্যাক্সি ড্রাইভার নামে দুটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন।
রাহুল ঢোলাকিয়া | |
---|---|
জন্ম | |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ২০০৩ - বর্তমান |
ওয়েবসাইট | http://www.rahuldholakia.com/ |
প্রথম জীবন ও শিক্ষা
সম্পাদনাপেশাদার বিজ্ঞাপননির্মাতা রক্ষা এবং পরী ঢোলাকিয়ার সন্তান রাহুল জন্মগ্রহণ করেন মুম্বাইয়ে। ছোটবেলায় সেখানেই তিঅঁই পড়ালেখা করেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ হতে বিএসসি সমাপ্ত করেন।
কর্মজীবন
সম্পাদনাসম্প্রতি তিনি শাহরুখ খান অভিনীত রইস চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। চলচ্চিত্রটি ২০১৭-র ২৫ জানুয়ারি তারিখে মুক্তির অপেক্ষায় আছে।
চলচ্চিত্র-তালিকা
সম্পাদনাচলচ্চিত্র | বছর | পরিচালক | প্রযোজক | লেখক | Notes |
---|---|---|---|---|---|
কেহতা হ্যায় দিল বার বার | ২০০২ | হ্যাঁ | |||
পারজানিয়া[৩] | ২০০৭ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
মুম্বাই কাটিং | ২০০৮ | হ্যাঁ | হ্যাঁ | segment "Bombay Mumbai Same Shit" | |
লামহা | ২০১০ | হ্যাঁ | হ্যাঁ | ||
রইস | ২০১৭ | হ্যাঁ | হ্যাঁ | মুক্তি পাবে ২৫ জানুয়ারি ২০১৭ |
পুরস্কার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ And the award goes to... The Times of India, 9 August 2007
- ↑ In India, Showing Sectarian Pain to Eyes That Are Closed The New York Times, February 20, 2007.
- ↑ Rahul Dholakia The New York Times.
- ↑ Awards Internet Movie Database.