রাসেল কের
ব্রিটিশ রাজনীতিবিদ
রাসেল হুইস্টন কের (১ ফেব্রুয়ারী ১৯২১ - ১৫ নভেম্বর ১৯৮৩), ছিলেন একজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ।
সংসদীয় কর্মজীবন
সম্পাদনাকের ১৯৫১ সালে হরশাম, ১৯৫৯ সালে মার্টন এবং মর্ডেন এবং ১৯৬৪ সালে প্রেস্টন নর্থের প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনি ১৯৬৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ফেলথাম এবং ১৯৭৪ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ফেলথাম এবং হেস্টনের সংসদ সদস্য ছিলেন। সে বছর কনজারভেটিভ প্যাট্রিক গ্রাউন্ডে লেবার দলের ভূমিধস পরাজয়ে তিনি তার আসন হারান।[১] তিনি একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ছিলেন এবং ১৯৬৯ সালে ট্রিবিউন গ্রুপের চেয়ারম্যান মনোনীত হন।[১][২]
বহিঃসংযোগ
সম্পাদনা- হ্যান্সকার্ড ১৮০৩-২০০৫: Russell Kerr দ্বারা সংসদে অবদান (ইংরেজি)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Mr Russell Kerr"। The Times। ১৭ নভেম্বর ১৯৮৩। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২২।
- ↑ "Kinnock honours the good-humoured socialist"। The Guardian। ১৭ নভেম্বর ১৯৮৩। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২২।