রাসমেলা

হিন্দু উৎসব

রাসমেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রথাগত ধর্মীয় উৎসব, যা মূলত ভগবান কৃষ্ণ প্রতি ভক্তির নিদর্শন হিসেবে পালিত হয়। এই উৎসবটি প্রধানত পশ্চিমবঙ্গ, বিহার এবং বাংলাদেশে, বিশেষ করে মথুরা, বৃন্দাবন, এবং নন্দগাঁওয়ে ব্যাপকভাবে উদযাপিত হয়। রাস মেলা মূলত কৃষ্ণের "রাসলীলা" (কৃষ্ণ ও গোপীদের নৃত্য এবং আনন্দপূর্ণ সান্নিধ্য) এর স্মৃতিচারণায় পালিত হয়। উৎসবটির বিশেষত্ব হল, এটি কার্তিক মাসের পূর্ণিমা রাতে অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা মন্দিরে গিয়ে দেবতার পূজা-অর্চনা করে এবং রাসলীলা নাটিকা, সংগীত ও নৃত্যের মাধ্যমে কৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করেন।

রাস মেলায় মণিপুরী নৃত্যশৈলী প্রদর্শন
অন্য নামরাস উৎসব
পালনকারী
  • ভারত
  • বাংলাদেশ
  • নেপাল
সংঘটনবাষিক

বাংলাদেশ

সম্পাদনা

বাংলাদেশে রাস মেলা একটি হিন্দু উৎসব হলেও প্রধানত মণিপুরী সম্প্রদায়ের মধ্যে পালিত একটি ধর্মীয় উৎসব, যা কার্তিক-অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, কুয়াকাটা এবং সুন্দরবনের দুবলার চরে তিনদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। মণিপুরী পোশাক পরিহিত শিশুদের রাখাল নাচ এবং তরুণীদের রাসনৃত্য দিয়ে উৎসবের প্রধান আকর্ষণ হয়। মণিপুরী সঙ্গীত ও নৃত্যনাট্য দিয়ে কৃষ্ণ-রাধার রাসলীলা উপস্থাপন করা হয়। মেলার শেষ দিনে পুণ্যস্নান ও মাছ ধরার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।[]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রাসমেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা