রায়শ্রী উত্তর ইউনিয়ন
রায়শ্রী উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি উপজেলার একটি ইউনিয়ন।
রায়শ্রী উত্তর | |
---|---|
ইউনিয়ন | |
৫নং রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রায়শ্রী উত্তর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৪′১৫″ উত্তর ৯১°০′১৫″ পূর্ব / ২৩.২৩৭৫০° উত্তর ৯১.০০৪১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | শাহরাস্তি উপজেলা |
প্রতিষ্ঠা | প্রতিষ্ঠাকাল |
আয়তন | |
• মোট | ৩০ বর্গকিমি (১০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২২,৩৩০ |
• জনঘনত্ব | ৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনারায়শ্রী উত্তর ইউনিয়নের আয়তন ৩,৩৪০ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রায়শ্রী উত্তর ইউনিয়নের জনসংখ্যা ১৮,২৯৩ জন। এর মধ্যে পুরুষ ৮,৩০৯ জন এবং মহিলা ৯,৯৮৪ জন। মোট পরিবার ৩,৭৪২টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাশাহরাস্তি উপজেলার উত্তর-পূর্বাংশে রায়শ্রী উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে মেহের দক্ষিণ ইউনিয়ন ও মেহের উত্তর ইউনিয়ন, উত্তরে কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়ন ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এবং পূর্বে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন ও লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
সম্পাদনা১৯৮৮ সালে ১৭নং রায়শ্রী উত্তর ইউনিয়ন নামে এ ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনারায়শ্রী উত্তর ইউনিয়ন শাহরাস্তি উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ। এটি ১৭টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- রায়শ্রী
- রাজাপুর
- চণ্ডিপুর
- যাদবপুর
- গঙ্গারামপুর
- উনকিলা
- আনন্দপুর
- আতাকরা
- বোগরা
- খাটরা
- থামপাড়
- দহশ্রী
- হাটপাড়
- দেহেলা
- রশিদপুর
- দাদিয়াপাড়া
- উল্লাশ্বর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রায়শ্রী উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৭২.৪%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- উনকিলা উচ্চ বিদ্যালয়
- মৌলভী আক্রাম আলী উচ্চ বিদ্যালয়
- রায়শ্রী নবরবি শিক্ষালয়
- শেখ শাহজাহান আদর্শ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনা১. ঊনকিলা থেকে শাহরাস্থি প্রজন্ত পাকা রাস্তা
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনা- খিলা বাজার
- বিজয়পুর বাজার
- রায়শ্রী নতুন বাজার
- উনকিলা বাজার
- উল্লাশ্বর বাজার
জনপ্রতিনিধি
সম্পাদনা- মোশারফ হোসেন মুশু- চেয়ারম্যান
- আবুল কাশেম- মেম্বার এক নং ওয়ার্ড
- আব্দুল গফুর- মেম্বার দুই নং ওয়ার্ড
- জামাল হোসেন- মেম্বার ৮ নং ওয়ার্ড
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- মুক্তিযুদ্ধের এক নং সেক্টর কমান্ডার জনাব রফিকুল ইসলাম বীরউত্তম সাহেব।
- নাছরিন জাহান চৌধুরী-উপজেলা চেয়ারম্যান-গ্রাম-উনকিলা।
- ফরিদ উল্লাহ চৌধুরী - সাবেক উপজেলা চেয়ারম্যান -গ্রাম -উনকিলা
- নারায়ণ চন্দ্র আচায্য-অবসরপ্রাপ্ত বাংলা শিক্ষক -গ্রাম -খাটরা
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |