রায়পুর ইউনিয়ন, পীরগঞ্জ
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন
(রায়পুর ইউনিয়ন, রংপুর থেকে পুনর্নির্দেশিত)
রায়পুর বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ৮নং রায়পুর ইউনিয়ন।
রায়পুর | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
উপজেলা | পীরগঞ্জ উপজেলা, রংপুর |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাপীরগঞ্জ উপজেলা থেকে ৪ কিলোমিটার পশ্চিমে পীরগঞ্জ টু খালাশপীর রোডের ধারে বাহাদুরপুর গ্রামে রায়পুর ইউনিয়ন অবস্থিত।[১]।
প্রশাসনিক এলাকা
সম্পাদনারায়পুর ইউনিয়নের অধীনে মোট ২২টি গ্রাম আছে।[২]।
- রায়পুর
- পরশুরামপুর
- বড় নিজামপুর
- কানঞ্চগাড়ী
- মহাদীপুর
- ফলিয়া
- ছোট নিজামপুর
- দ্বাড়িকামারী
- শিবপুর
- ছোট উমরপুর
- বাহাদুরপুর
- রোজবাহাপুর
- ধনশালা
- নিয়ামতপুর
- দ্বাড়িকাপাড়া
- গাড়াবেড়
- ধুলগাড়ী
- নখারপাড়া
- সাতগড়া
- কুমারগাড়ী
- চান্দপুর
- বড় বিল
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনারায়পুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩৯৩২ জন। পুরুষ: ১২১৬৬ জন, মহিলা: ১১৭৬৬ জন।[৩]।
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা
সম্পাদনাইউনিয়নটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ— [৩]।
- কলেজের সংখ্যা: ০১ টি
- উচ্চ বিদ্যালয়: ০৫ টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: ০৪ টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৬ টি
- বে-সরকারী প্রার্থমিক বিদ্যালয়: ০৭ টি
- দাখিল মাদ্রাসা: ০৩ টি
- হাফেজি মাদ্রাসা: ০১ টি
- এবতেদায়ী মাদ্রাসা: ০৩ টি
বাজার
সম্পাদনাইউনিয়নটিতে ৩টি বাজার আছে।যথা— [৪]।
- ছোট ওমরপুর বাজার, রায়পুর, পীরগঞ্জ, রংপুর।
- রায়পুর বাজার, কানঞ্চগাড়ী, পীরগঞ্জ, রংপুর।
- বালুয়া হাট, রায়পুর, পীরগঞ্জ, রংপুর।
দর্শনীয় স্থান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "http://raypurup.rangpur.gov.bd যোগাযোগ ব্যবস্থা"। ৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "http://raypurup.rangpur.gov.bd গ্রাম ভিত্তিক লোক সংখ্যা"। ২৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ ক খ "http://raypurup.rangpur.gov.bd এক নজরে রায়পুর ইউনিয়ন"। ১৪ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ http://raypurup.rangpur.gov.bd হাট-বাজারের-তালিকা
- ↑ "http://raypurup.rangpur.gov.bd রায়পুর জমিদার বাড়ী"। ২৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "http://raypurup.rangpur.gov.bd ছাছমল সাহেবের মাজার শরিফ"। ২৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)