রায়পুর ইউনিয়ন, ঠাকুরগাঁও সদর

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

রায়পুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[][] এটি ৩৮.১৫ বর্গকিমি (১৪.৭৩ বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৫,৬৮৮ জন।[]

রায়পুর ইউনিয়ন
ইউনিয়ন
৯নং রায়পুর ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাঠাকুরগাঁও জেলা
উপজেলাঠাকুরগাঁও সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩৮.১৫ বর্গকিমি (১৪.৭৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩২,২৬০
 • জনঘনত্ব৮৫০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস

সম্পাদনা

নামকরণ

সম্পাদনা

রায়পুর মৌজার নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় রায়পুর ইউনিয়ন।আচমা ছরব

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

প্রশাসনিক উপাত্ত

সম্পাদনা

এই ইউনিয়টির মৌজা-১২টি এবং ১২টি গ্রামের সমন্বয়ে গঠিত। তন্মধ্যে-

  1. মোলানী
  2. শিহিপুর
  3. বেংরোল
  4. রায়পুর
  5. বিষ্ণুপুর
  6. দেহন
  7. মটরা
  8. তেতুলিয়া
  9. কাচনা
  10. পদমপুর
  11. সিন্দুর্না
  12. মাহাপুর। []

শিক্ষাব্যবস্থা

সম্পাদনা

ভাষা ও সংস্কৃতি

সম্পাদনা

অর্থনীতি

সম্পাদনা

বিভিন্ন জাতের ধান, পাট, ভুট্টা।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

এই রায়পুর ইউনিয়নটি ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় হইতে রোড ভাউলার হাট মোড় রাস্তা হইতে প্রায় ৬কি:মি এবং রোড ভাউলার হাট মোড় রায়পুর ইউনিয়ন পরিষদ ৯কি:মি:। এই ইউনিয়নটি ঠাকুরগাঁও সদর এর শেষ প্রান্তে।ঠাকুরগাঁও রোড থেকে প্রায় ৩০মিনিট যেতে সময় লাগে, যাওয়ার ব্যবস্থা অতি সহজ, কারণ এই ইউনিয়টিতে যেতে হলে সম্পূর্ণ পাকা রাস্তা দিয়ে যেতে হবে। ।[]

কৃতি ব্যক্তিত্ত্ব

সম্পাদনা

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা

সম্পাদনা
  • মসজিদঃ ৪১
  • মন্দিরঃ ২৯ টি
  • ঈদগাহ- ১১ টি
  • হাট ও বাজারঃ ১১টি-১। মোলানী বাজার, ২। ফুটানীর হাট, ৩। কুতপার হাট, ৪। দেহন হাট, ৫। মটরা হাট, ৬। ভেলাজান বাজার, ৭। ওনভার দিঘী বাজার, ৮। বাকশিরি বাজার, ৯। ভাউলার হাট, ১০। তেতুলিয়া ঢোলই হাট, ১১। সিন্দুর্না আমবাড়ী হাট,
  • এনজিও-৫টি।
  • কবরস্থান-১২টি
  • ক্রীড়া সংগঠন-১টি
  • সাংস্কৃতিক সংগঠন-১টি
  • পেশাজীবি সংগঠন-১টি।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রায়পুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। ২০২১-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  4. ইউনিয়ন, রায়পুর (২ আগস্ট ২০২১)। "রায়পুর ইউনিয়ন"রায়পুর ইউনিয়ন। ২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১