রায়পুর ইউনিয়ন, জীবননগর
রায়পুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
রায়পুর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে রায়পুর ইউনিয়ন, জীবননগরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৬′৪০.২″ উত্তর ৮৮°৫৫′১.২″ পূর্ব / ২৩.৪৪৪৫০০° উত্তর ৮৮.৯১৭০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | চুয়াডাঙ্গা জেলা |
উপজেলা | জীবননগর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাপূর্বে ও দক্ষিণে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও মহেশপুর উপজেলা পশ্চিম ও উত্তরে হাসাদহ ইউনিয়ন ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়ন উপজেলা সদর হতে ১৪ কিমি দুরে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাব্রিটিশ আমলে এটি রায়পুর ইউনিয়ন বোর্ড নামে ও পাকিস্তান আমলে কাউন্সিল নামে পরিচিত ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইউনিয়ন বিলুপ্ত হয়। আবার ২০১৩ সালে পুরাতন বাঁকা ইউনিয়ন ভেঙ্গে সম্পূর্ণ ইউনিয়নের মর্যাদা লাভ করে।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাএ ইউনিয়ন একটি মৌজা, ৮টি গ্রাম নিয়ে গঠিত যা ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।
গ্রামসমুহ হল:-
- নতুন চাকলা
- বালিহুদা
- রায়পুর
- মারুফদহ
- পুরাতন চাকলা
- বাড়ান্দি
- কৃষ্ণপুর
শিক্ষাব্যবস্থা
সম্পাদনারায়পুর ইউনিয়নের গড় শিক্ষার হার ৯৫℅। এখানে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় আছে।
- গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সমুহ-
- নিধিকুন্ডু বাড়ান্দি দাখিল মাদ্রাসা।
- রায়পুর মাধ্যমিক বিদ্যালয়।
দর্শনীয় স্থান
সম্পাদনা- কালা দুয়া (রায়পুর)
- জয়দিয়া বাওড় ( একাংশ)
- ভৈরব নদী (নতুন চাকলা)
- মারুফদহ বাওড়
- মারুফদহ বাটলে দুয়া ও মারুফ শাহ (রহ.) এর মাজার।
অর্থনীতিক অবস্থা
সম্পাদনাএ ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানে ধান, পাট,আলু,ভুট্টা বিভিন্ন ধরনের ফল সহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়।
নদনদী
সম্পাদনাএকমাত্র নদী ভৈরব। যা মারুফদহ গ্রামের পাশ দিয়ে এবং নতুন চাকলা ও বালিহুদা গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "ইউনিয়ন সমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- রায়পুর ইউনিয়ন তথ্যক্ষেত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ আগস্ট ২০২০ তারিখে