রায়গঞ্জ লোকসভা কেন্দ্র
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ২০০৯ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয় এবং মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এটি উত্তর দিনাজপুর জেলা প্রতিনিধিত্ব করে এবং রায়গঞ্জ শহরে লোকসভা কেন্দ্রের সদর দফতর। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল বাংলা ও ইংরেজি।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্র | |
---|---|
ভারতীয় নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
অঞ্চল | পূর্ব ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিধানসভা নির্বাচনী এলাকা | ইসলামপুর বিধানসভা কেন্দ্র গোয়ালপোখর বিধানসভা কেন্দ্র চাকুলিয়া বিধানসভা কেন্দ্র করণদিঘি বিধানসভা কেন্দ্র হেমতাবাদ বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র |
প্রতিষ্ঠিত | ১৯৬২-বর্তমান |
মোট নির্বাচক | ১৩,৮৭,৫২৬[১] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | বিজেপি |
নির্বাচিত বছর | ২০১৯ |
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিস্তৃত।
বিধানসভা কেন্দ্র গুলি
সম্পাদনালোকসভা কেন্দ্রটি ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল- ইসলামপুর বিধানসভা কেন্দ্র, গোয়ালপোখর বিধানসভা কেন্দ্র, চাকুলিয়া বিধানসভা কেন্দ্র, করণদিঘি বিধানসভা কেন্দ্র, হেমতাবাদ বিধানসভা কেন্দ্র, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র ও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র
ইসলামপুর বিধানসভা কেন্দ্র
সম্পাদনাএই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় ইসলামপুরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত।
গোয়ালপোখর বিধানসভা কেন্দ্র
সম্পাদনাএই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় গোয়ালপোখরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।
চাকুলিয়া বিধানসভা কেন্দ্র
সম্পাদনাএই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় চাকুলিয়াতে শহরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।
করণদিঘি বিধানসভা কেন্দ্র
সম্পাদনাএই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় করণদিঘি শহরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
হেমতাবাদ বিধানসভা কেন্দ্র
সম্পাদনাএই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় হেমতাবাদে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।
কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র
সম্পাদনাএই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় কালিয়াগঞ্জ শহরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র
সম্পাদনাএই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় রায়গঞ্জ শহরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান ও প্রাক্তন এমপিদের তালিকা
সম্পাদনানিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। এটি প্রতিটি এমপি দ্বারা প্রাপ্ত ভোটের সংখ্যা এবং তারা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত তাও দেখায়। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন বিজেপি-র দেবশ্রী চৌধুরী।
সাধারণ নির্বাচন ২০১৯
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | দেবশ্রী চৌধুরী | ৫,১১,৬৫২ | ৪০.০৬ | +২১.৭৬ | |
তৃণমূল | কানাইয়া লাল আগরওয়াল | ৪,৫১,০৭৮ | ৩৫.৩২ | +১৭.৯৩ | |
সিপিআই(এম) | মোহম্মদ সেলিম | ১,৮৩,০৩৫ | ১৪.২৫ | -১৪.৭৫ | |
কংগ্রেস | দীপা দাসমুন্সি | ৮৩,৬৬২ | ৬.৫৫ | -২১.৯৫ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬০,৫৭৪ | ৪.৭৪ | |||
ভোটার উপস্থিতি | ১২,৭৮,০৭৬ | ৭৯.৮২ | |||
সিপিআই(এম) থেকে বিজেপি অর্জন করেছে | সুইং | +১৮.২৬ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2019"। West Bengal। Election Commission of India। ৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯।