রায়গঞ্জ ইউনিয়ন
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন
২নং রায়গঞ্জ ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]
রায়গঞ্জ ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | নাগেশ্বরী উপজেলা |
আয়তন | |
• মোট | ৬০ বর্গকিমি (২০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৫,৫৮১ |
• জনঘনত্ব | ৪৩০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাঅবস্থান
সম্পাদনাঅত্র রায়গঞ্জ ইউনিয়ন নাগেশ্বরী উপজেলার উত্তর প্রান্তে অবস্থিত। ইউনিয়নটির পূর্বে দুধকুমার নদী এবং নদীর অপর পার্শ্বে কচাকাটা ইউনিয়ন, পশ্চিমে রামখানা ও সন্তোসপুর ইউনিয়ন, উত্তরে ভূরুঙ্গামারী উপজেলা, দক্ষিনে নাগেশ্বরী পৌরসভা এবং দক্ষিন-পূর্ব দিকে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ অবস্থিত।[২]
সাধারণ তথ্য
সম্পাদনা- মৌজা-৪টি এবং গ্রাম-২৩টি। যথা-পশ্চিম রায়গঞ্জ, সোনাইর খামার, হাতিয়ার ভিটা, পূর্ব রায়গঞ্জ, রাঙ্গালীরবস, রতনপুর, গাটির খামার, নরসিংডাঙ্গা, দামালগ্রাম, চর দামালগ্রাম, পশ্চিম সাপখাওয়া, মধ্য সাপখাওয়া, মাষ্টার পাড়া, পূর্ব সাপখাওয়া, মোল্লার ভিটা ও বড়বাড়ী।
- কমিউনিটি ক্লিনিক = ৩টি
- পোষ্ট অফিস-১টি
- নদ-নদী -২টি
- হাট বাজার -৩টি। যথা-রায়গঞ্জ বাজার, সোনাইর খামার হাট ও সাপখাওয়া হাট।
- ব্যাংক -২টি-জনতা ব্যাংক লিমিটেড ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
- এনজিও-৪টি
- আবাসন/ আশ্রয়ন -২টি
- মাধ্যমিকবিদ্যালয় ৪টি
- প্রাঃবিদ্যালয় ১১টি
- মাদ্রসা ৫টি
- কবরস্থান-২টিি
- ঈদগাহ-৪টি, যথা-
- ক্রীড়া সংগঠন-৪টি
- যুব সংগঠন-৪টি।
- মসজিদ = ২২ টি
- মন্দির = ০২ টি।[২]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনানদ-নদী
সম্পাদনাঅত্র ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ফুলকুমার নদী এবং পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে দুধকুমার নদী, এছাড়া ছোট-খাট বেশ কিছু নদ-নদী অত্র ইউনিয়নে রয়েছে।[২]
দর্শনীয়
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ উপজেলা, নাগেশ্বরী (২৭-৭-২০২১)। "নাগেশ্বরী উপজেলা"। নাগেশ্বরী উপজেলা। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭-৭-২০২১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ ক খ গ ঘ ইউনিয়ন, রায়গঞ্জ (২৭-৭-২০২১)। "রায়গঞ্জ ইউনিয়ন"। রায়গঞ্জ ইউনিয়ন। ১৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭-৭-২০২১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)