রাফাহ সীমান্ত ক্রসিং

রাফাহ সীমান্ত ক্রসিং ( আরবি: معبر رفح ) বা রাফাহ ক্রসিং পয়েন্ট হলো মিশর এবং গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপার পয়েন্ট। এটি গাজা-মিশরীয় সীমান্তে অবস্থিত, যা ১৯৭৯ সালে মিশরইসরায়েল শান্তি চুক্তি দ্বারা স্বীকৃত হয়েছিল। রাফাহ বর্ডার ক্রসিং দিয়ে শুধুমাত্র মানুষ যাতায়াতের অনুমতি দেওয়া হয়। কারণ গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ মতে, গাজায় কোনো পণ্যের প্রবেশ অবশ্যই ইসরায়েলের মধ্য দিয়ে যেতে হবে এবং সাধারণত ইসরায়েল নিয়ন্ত্রিত কেরাম শালোম সীমান্ত ক্রসিং দিয়ে তা পারাপার হয়। []

রাফাহ সীমান্ত ক্রসিং

معبر رفح
স্থানাঙ্ক ৩১°১৪′৫৫″ উত্তর ৩৪°১৫′৩৩″ পূর্ব / ৩১.২৪৮৫৮° উত্তর ৩৪.২৫৯২৩° পূর্ব / 31.24858; 34.25923
অতিক্রম করেগাজা-মিশর সীমান্ত
স্থানফিলিস্তিন রাফাহ
রক্ষণাবেক্ষকইসরায়েল ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ (২০০৫ পর্যন্ত)
ইউরোপীয় ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন বর্ডার অ্যাসিসটেন্স মিশন টু রাফাহ (২০০৫—২০০৭)
মিশর মিশরীয় বর্ডার গার্ড কর্পস
অবস্থান
মানচিত্র

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Agreed Principles for Rafah Crossing" (পিডিএফ)Use of the Rafah crossing will be restricted to Palestinian ID card holders ... Travelers, including returning residents, may use the crossing point to bring in personal effects as defined in Rule 1(e) to Heading 7 of the Annex to the prevailing Customs Tariff. Any other personal belongings or other goods shall be cleared at the Kerem Shalom crossing point.