রাফায়েল (স্বর্গদূত)
এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। (আগস্ট ২০২০) |
এই নিবন্ধটি বাংলায় অনুবাদ করা প্রয়োজন। এই নিবন্ধটি বাংলা ব্যতীত অন্য কোন ভাষায় লেখা হয়েছে। নিবন্ধটি যদি ঐ নির্দিষ্ট ভাষা ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে তবে, অনুগ্রহ করে নিবন্ধটি ঐ নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়াতে তৈরি করুন। অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তালিকা দেখুন এখানে। এই নিবন্ধটি পড়ার জন্য আপনি গুগল অনুবাদ ব্যবহার করতে পারেন। কিন্তু এ ধরনের স্বয়ংক্রিয় সরঞ্জাম দ্বারা অনুবাদকৃত লেখা উইকিপিডিয়াতে সংযোজন করবেন না, কারণ সাধারণত এই সরঞ্জামগুলোর অনুবাদ মানসম্পন্ন হয় না। |
রাফায়েল বা ইস্রাফিল (হিব্রু ভাষায়: רְפָאֵל Rəp̄āʾēl; প্রাচীন গ্রিক: Ραφαήλ Raphaḗl; আরবি: رفائيل Rafā’īl বা إسرافيل Isrāfīl; আমহারীয়: ሩፋኤል Rufaʾel) হলেন অধিকাংশ ইব্রাহিমীয় ধর্মীয় ঐতিহ্য অনুসারে একজন প্রধান স্বর্গদূত বা ফেরেশতা যিনি আরোগ্যদান করেন। এই ধর্মগুলোর সকল শাখা রাফায়েলের শনাক্তকরণকে যাজকীয় বিধিসম্মত মনে করে না।
রাফায়েল ইস্রাফিল | |
---|---|
প্রধান স্বর্গদূত, তোবিতের স্বর্গদূত, শিঙার স্বর্গদূত | |
শ্রদ্ধাজ্ঞাপন | ইহুদিধর্ম খ্রিষ্টধর্ম ইসলাম |
সিদ্ধ ঘোষণা | প্রাক-মণ্ডলী |
উৎসব |
|
বৈশিষ্ট্যাবলী | Archangel holding a bottle or flask; Archangel walking with Tobias; Archangel sounding a trumpet; young man carrying a fish; young man carrying a staff |
এর রক্ষাকর্তা | Apothecaries; Ordained marriage; blind people; bodily ills; diocese of Madison, WI; druggists; archdiocese of Dubuque, Iowa; eye problems; guardian angels; happy meetings; insanity; lovers; mental illness; nightmares; nurses; pharmacists; healing; physicians; archdiocese of Seattle, Washington; Abra de Ilog, Mindoro Occidental, Philippines; Aloguinsan, Cebu, Philippines; shepherds; sick people; travelers; young people |
খ্রিষ্টধর্মে রাফায়েলকে সাধু যোহন লিখিত সুসমাচারে উল্লেখিত নামহীন এক স্বর্গদূত বলে ধারণা করা হয়, যিনি বেথেসদার আরোগ্যদায়ী জলাশয়ের পানিকে আলোড়িত করেছিলেন। শেষ বিচারের দিনের যীশু খ্রিষ্টের মণ্ডলী সংক্রান্ত তত্ত্বে রাফায়েলকে একজন স্বর্গদূত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কারণ খ্রিষ্টীয় তত্ত্ব ও চুক্তিপত্রে তাঁর উল্লেখ রয়েছে।[২] তোবিৎ পুস্তকে রাফায়েল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যা ক্যাথলিক, পূর্ব অর্থডক্স, প্রাচ্য অর্থডক্স ও কতক অ্যাংলিকানদের নিকট বিধিসম্মত বলে স্বীকৃত।
ইসলামে রাফায়েল চার প্রধান ফেরেশতাদের অন্যতম এবং ইসলামি ঐতিহ্যে তিনি ইস্রাফিল নামে পরিচিত। পবিত্র কোরআনে অনুল্লেখিত হলেও হাদিসশাস্ত্র হজরত ইস্রাফিল (আ.)-কে কোরআন ৬:৭৩-এর ফেরেশতা হিসেবে চিহ্নিত করে। ইসলামি পরলোকতত্ত্বমতে ইস্রাফিল একটি শিঙায় ফুৎকার দেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন। আল্লাহর নির্দেশে তিনি শিঙায় ফুৎকার দিলে কিয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হবে।