রাফায়েল গোতিয়ে
রাফায়েল গোতিয়ে (ইংরেজি: Raphaelle Gauthier; জন্ম: ১৬ ডিসেম্বর ২০০৫) হলেন একজন অস্ট্রেলীয় সমলয় সাঁতারু, যিনি অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | [১] কুইবেক, কানাডা | ১৬ ডিসেম্বর ২০০৫
ক্রীড়া | |
দেশ | অস্ট্রেলিয়া |
ক্রীড়া | সাঁতার |
ধরন | সমলয় সাঁতার |
গোতিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনারাফায়েল গোতিয়ে ২০০৫ সালের ১৬ই ডিসেম্বর তারিখে কানাডার কুইবেকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
সম্পাদনাগোতিয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি রেইনা বাকল, জর্জিয়া কারেজ-গার্ডিনার, কিয়েরা গ্যাজার্ড, মার্গো জোসেফ-কুও, আনাস্তাসিয়া কুসমাওয়ান, জোই পোলিস এবং মিলেনা ওয়াল্ডম্যানের সাথে অস্ট্রেলিয়ার দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৭২৮.৪৩৫৮ পয়েন্ট অর্জন করে ৯ম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৩৫.৯০৭১, ২৮০.৫৫২১ এবং ২১১.৯৭৬৬ পয়েন্ট পেয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ ক খ "GAUTHIER Raphaelle" [রাফায়েল গোতিয়ে]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলিম্পিকস.কমে রাফায়েল গোতিয়ে (ইংরেজি)
- অস্ট্রেলীয় অলিম্পিক কমিটিতে রাফায়েল গোতিয়ে (ইংরেজি)