রানু পেল লটারী

ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক
(রানু পেল লটারি থেকে পুনর্নির্দেশিত)

রানু পেল লটারী [] হলো একটি ভারতীয় বাংলা- ভাষাগুলি টেলিভিশন সোপ অপেরা, যা ৩ই ডিসেম্বর ২০১৮ সালে প্রিমিয়ার হয়েছিল এবং জি বাংলাতে প্রচারিত হয়েছিল৷ এটাতে অভিনয় করেছেন বিজয়লক্ষ্মী চ্যাটার্জী [] এবং মডেল-অভিনেতা কৃশাল আহুজা [] প্রধান চরিত্রে; ভাস্কর বন্দ্যোপাধ্যায়, মিমি দত্ত এবং স্বপ্না মুখোপাধ্যায় প্রমুখের সহায়ক ভূমিকা পালন করছেন ৷ এটি বাংলা টেলিভিশনে বিজয়লক্ষ্মী চ্যাটার্জির ফিরে আসা চিহ্নিত করে।

রানু পেল লটারী
নির্মাতাশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
লেখকগল্প
শাহানা
স্ক্রিমপেলে
শারবারি গহশাল
সংলাপ
সুপারনা গহশাল
পরিচালকশ্বারনেদু শামাদ্দের
সৃজনশীল পরিচালকশাহানা
উপস্থাপকএস ভি এফ এন্টারটেইনমেন্ট
অভিনয়েবিজয়লক্ষ্মী চ্যাটার্জি
আহুজা
কণ্ঠ প্রদানকারীমাধুরায়া ভট্টাচারিয়া
আবহ সঙ্গীত রচয়িতাঊপালি চট্টোপাধ্যায়,
সবুজ
মূল দেশভারত ভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৫৮ (ফেব্রুয়ারি ২০১৯ হিসাবে)
নির্মাণ
প্রযোজকশ্রীকান্ত মোহতা
মাহেন্দ্রা সনি
নির্মাণের স্থানকলকাতা
ক্যামেরা সেটআপমাল্টি-ক্যামেরা
ব্যাপ্তিকাল২২ মিনিট
নির্মাণ কোম্পানিশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা
ছবির ফরম্যাট576i এসডিটিভি
1080i এইচডিটিভি
মূল মুক্তির তারিখ৩ ডিসেম্বর ২০১৮ (2018-12-03) –
বর্তমান
মুক্তির তারিখসবুজ-আশিশ

অভিনয়ে

সম্পাদনা

মূল চরিত্র

সম্পাদনা
  • রাণু সরকার চরিত্রে বিজয়লক্ষ্মী চ্যাটার্জী [] - টাইটুলার নায়ক।
  • ধ্রুব মিত্র চরিত্রে কৃষ্ণ আহুজা - পীযূষ-বসুধার কনিষ্ঠ পুত্র।
  • আর্শিয়া মুখোপাধ্যায় লটারির চরিত্রে- ছদ্মবেশে মা লক্ষ্মী।
  • আয়েশা চরিত্রে পায়েল দেব (ধ্রুবাকে বিয়ে করতে চেয়েছিলেন) তবে তার বড় ভাইকে বিয়ে করতে হয়েছিল।

পুনরাবৃত্তি চরিত্রসমূহ

সম্পাদনা
  • হিরণময়ী মিত্র ওরফে "থাম্মা" হিসাবে বাসন্তী চ্যাটার্জী/ছন্দা কে চ্যাটার্জী
  • পাইজুশ মিত্র চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য
  • স্বামী মুখার্জি বসুধা মিত্র ওরফে "মেরন দোশা " চরিত্রে
  • শোভন মিত্র চরিত্রে অনিমেষ ভাদুড়ী - পীযূষ-বসুধার জ্যেষ্ঠ পুত্র।
  • পিজুশ-বসুধার দ্বিতীয় পুত্র হিসাবে অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়।
  • রিম রায় ঝিমঝিম মিত্র চরিত্রে- পিজুশ-বসুধার কন্যা।
  • রামলোচন সরকার চরিত্রে ভাস্কর বন্দ্যোপাধ্যায় - রানুর বাবা, মিত্র পরিবারের মালী।
  • সরলা সরকার চরিত্রে পিঙ্কি মল্লিক - রানুর মা, মিত্র পরিবারের ঘরোয়া সহায়তা।
  • মিমি দত্ত মা লক্ষ্মীর ভূমিকায়
  • অনন্যা সেন শিশুর চরিত্রে

তথ্যসূত্র

সম্পাদনা