রানিহাটি ডিগ্রি কলেজ

রানীহাটি ডিগ্রি কলেজ[] চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান[]। কলেজটি স্থাপিত হয় ১৯৯৫ সালে।

রানীহাটি ডিগ্রি কলেজ
রানীরহাটি ডিগ্রি কলেজ প্রধান ফটক
ধরনএমপিওভুক্ত কলেজ
স্থাপিত১৯৯৫; ৩০ বছর আগে (1995)
প্রতিষ্ঠাতামোঃ খায়রুল আলম
অধ্যক্ষমোঃ আবুল বাশার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
আনু. ৭৩ জন+
শিক্ষার্থীআনু. ১২০০+
অবস্থান,
৬৩০০
,
২৪°৩৭′৩৪″ উত্তর ৮৮°১১′৫৭″ পূর্ব / ২৪.৬২৫৯৯০° উত্তর ৮৮.১৯৯২৬৬° পূর্ব / 24.625990; 88.199266
ভাষাবাংলা
শিক্ষা বোর্ডরাজশাহী শিক্ষা বোর্ড
সংক্ষিপ্ত নামরানীহাটি কলেজ
অধিভুক্তিরাজশাহী বিশ্ববিদ্যালয়
ইআইআইএন১২৪৭৪৮
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটwww.rdc.edu.bd
রানীহাটি ডিগ্রি কলেজ লোগো
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

রাণীহাটি ডিগ্রি কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিপুল জনসংখ্যা এবং অন্যান্য কলেজের দূরত্ব স্থানীয় কলেজের উচ্চবিত্ত ব্যক্তিদের এই কলেজটি প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করেছিল। হরিণগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম কলেজটি প্রতিষ্ঠায় মূল উদ্যোগ গ্রহণ করেন। কলেজে প্রচুর সমস্যা রয়েছে। কলেজটি কোন সরকারী পদ পায় নি। বিল্ডিং এখনও। অথচ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্ট্যান্ডার্ড শিক্ষার জন্য আরও উন্নত পরিবেশ দেওয়ার চেষ্টা করছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রানীহাটি ডিগ্রি কলেজ সম্পর্কে বিস্তারিত"অনার্স এডমিশন। ২০১৮-০৩-২৮। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৮ 
  2. "রানীহাটি ডিগ্রি কলেজ সম্পর্কে বিস্তারিত আরো দেখুন"সহপাঠী। ২০২০-১২-০৬। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৮