রানা মিয়া (ক্রিকেটার)

বাংলাদেশী ক্রিকেটার
(রানা মিয়া থেকে পুনর্নির্দেশিত)

মোহাম্মদ রানা মিয়া তিনি ৮ ই অক্টোবর ১৯৭৯ সালে সিলেটের লামাবাজারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথম শ্রেণির এবং লিস্ট এ ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান এবং মাঝে মাঝে বোলার হিসাবে খেলেছিলেন। তিনি ২০০১/২০০২ এবং ২০০৫/২০০৬ সালে সিলেট বিভাগের হয়ে খেলেছেন। তিনি ঢাকা বিভাগের বিপক্ষে তার সেরা ৭৪ সহ তিনটি প্রথম শ্রেণির অর্ধশতক করেছেন। এবং চট্টগ্রাম বিভাগের বিপক্ষে একটি খেলায় ১৩ রানে ২ উইকেট নিয়েছিলেন।[][][]

রানা মিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মোহাম্মদ রানা মিয়া
জন্ম (1979-10-08) ৮ অক্টোবর ১৯৭৯ (বয়স ৪৫)
লামাবাজার, সিলেট, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনডান হাতি
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০০–২০০৮সিলেট বিভাগের ক্রিকেট দল
ফাস্ট ক্লাস অভিষেক১৬ জানুয়ারি ২০০২ সিলেট বিভাগের ক্রিকেট দল বনাম খুলনা বিভাগ ক্রিকেট দল
শেষফাস্ট ক্লাস২৪ ফেব্রুয়ারি ২০০৬ সিলেট বিভাগ বনাম ঢাকা বিভাগ ক্রিকেট দল
লিস্ট এ অভিষেক৩০ নভেম্বর ২০০০ সিলেট বিভাগ বনাম বরিশাল বিভাগ ক্রিকেট দল
শেষ লিস্ট এ৮ জানুয়ারি ২০০৮ সিলেট বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ফাস্ট ক্লাস লিস্ট এ
ম্যাচ সংখ্যা ১৯ ৩৩
রানের সংখ্যা ৬৪৮ ৩২১
ব্যাটিং গড় ২০.২৫ ১৬.৮৯
১০০/৫০ ০/৩ ০/০
সর্বোচ্চ রান ৭৪ ৪২
বল করেছে ৫৯৩ ৯৫
উইকেট
বোলিং গড় ২৭.৮৫ ২২.২৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/১৩ ৩/৩৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১১/০ ১৫/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২ সেপ্টেম্বর ২০১৭

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইএসপিএনক্রিকইনফোতে রানা মিয়া   (ইংরেজি)
  2. "The Home of CricketArchive" cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০১