রাজীব শুক্লা
ভারতীয় রাজনীতিবিদ
রাজীব শুক্লা (জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৫৯) একজন ভারতীয় রাজনীতিবিদ, প্রাক্তন সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান। ২০১৫ সালে, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড তাকে সর্বসম্মতিক্রমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত করে। ১৮ ডিসেম্বর ২০২০-এ, তিনি বিসিসিআই-এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন।[১]
রাজীব শুক্লা | |
---|---|
রাজ্যসভা (সদস্য) | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৯ জুন ২০২২ | |
পূর্বসূরী | ছেয়া বর্মা |
নির্বাচনী এলাকা | রেলওয়ে মন্ত্রনালয় ছএিশগড় |
কাজের মেয়াদ ৩ এপ্রিল ২০০৬ – ২ এপ্রিল ২০১৮ | |
পূর্বসূরী | সুশিল কুমার স্বিধনী |
উত্তরসূরী | কুমার কেতকর |
নির্বাচনী এলাকা | রেলওয়ে মন্ত্রনালয় মুম্বাই |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কানপুর, উওর প্রদেশ, ভারত | ১৩ সেপ্টেম্বর ১৯৫৯
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
স্বাক্ষর |