রাজিউদ্দিন আহমেদ রাজু
বাংলাদেশী রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য
রাজিউদ্দিন আহমেদ রাজু (জন্ম: ৯ ডিসেম্বর ১৯৪৪) বাংলাদেশের নরসিংদী-৫ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১] তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি জগন্নাথ কলেজ (বর্তমান বিশ্ববিদ্যালয়) এর দুই বার এর ভিপি ছিলেন এবং ৬ দফা আন্দোলন এর অগ্রনায়ক ছিলেন। ৭০ এর সাধারণ পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন।
রাজিউদ্দিন আহমেদ রাজু | |
---|---|
জাতীয় সংসদ | |
কাজের মেয়াদ ২০১৪ – ৬ আগস্ট ২০২৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নরসিংদী জেলা, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) | ৯ ডিসেম্বর ১৯৪৪
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনারাজিউদ্দিন আহমেদের পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ দক্ষিণপাড়া এলাকায়। তিনি স্নাতক পাশ করেছেন।
কর্মজীবন
সম্পাদনাপেশায় ব্যবসায়ী রাজিউদ্দিন আহমেদ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ নরসিংদী-৫, রাজিউদ্দিন আহমেদ। "Constituency 203_10th_Bn"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৮।