রাজা মনজুর আহমদ
ভারতীয় রাজনীতিবিদ
রাজা মনজুর আহমেদ খান হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি কুপওয়াড়া জেলার কর্নাহ নির্বাচনী এলাকা থেকে জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] তিনি পিপলস ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। রাজনীতিতে ঝাঁপ দেওয়ার আগে তিনি কুপওয়াড়া জেলা আদালতে পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কর্নাহে বসবাসকারী লোকদের যাতায়াতের সুবিধার জন্য তাংদার কুপওয়ারা হাইওয়েতে সাধনা টানেল নির্মাণের জন্য একটি প্রচার চালান। ৯ জানুয়ারী ২০২০-এ তাকে পিডিপি থেকে বহিষ্কার করা হয়। তিনি জম্মু ও কাশ্মীর আপনি পার্টির প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে কুপওয়াড়া জেলার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Teetwal, Keran developed under Border Tourism"। Kashmir Reader। ১২ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।