রাজারহাট গোপালপুর

বিধাননগরের অঞ্চল
(রাজারহাট, বিধাননগর থেকে পুনর্নির্দেশিত)

রাজারহাট গোপালপুর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর পৌরসংস্থার একটি অঞ্চল। নিউ টাউনের নিকটে অবস্থিত হওয়ায় রাজারহাট-গোপালপুরে আবাসন উন্নয়নে জোয়ার এসেছিল।[তথ্যসূত্র প্রয়োজন]

রাজারহাট গোপালপুর
বিধাননগরের অঞ্চল
চিনার পার্ক চৌমাথা, রাজারহাট গোপালপুর
চিনার পার্ক চৌমাথা, রাজারহাট গোপালপুর
রাজারহাট গোপালপুর পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
রাজারহাট গোপালপুর
রাজারহাট গোপালপুর
রাজারহাট গোপালপুর ভারত-এ অবস্থিত
রাজারহাট গোপালপুর
রাজারহাট গোপালপুর
ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৭′০″ উত্তর ৮৮°৩১′০″ পূর্ব / ২২.৬১৬৬৭° উত্তর ৮৮.৫১৬৬৭° পূর্ব / 22.61667; 88.51667
দেশ ভারত
রাজ্য পশ্চিমবঙ্গ
জেলাউত্তর চব্বিশ পরগনা
অঞ্চলকলকাতা মহানগর অঞ্চল
সরকার
 • ধরনপৌরসংস্থা
 • শাসকবিধাননগর পৌরসংস্থা
আয়তন[]
 • মোট৩৪.৯৭ বর্গকিমি (১৩.৫০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৪,০২,৮৪৪
 • জনঘনত্ব১২,০০০/বর্গকিমি (৩০,০০০/বর্গমাইল)
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারত মান সময় (ইউটিসি+৫:৩০)
পিন700052, 700059, 700101, 700102, 700135, 700136, 700157, 700159
টেলিফোন কোড+91 33
যানবাহন নিবন্ধনWB
লোকসভা কেন্দ্রদমদম, বারাসত
বিধানসভা কেন্দ্ররাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন
ওয়েবসাইটnorth24parganas.nic.in

নামকরণ

সম্পাদনা

রাজা গজেন্দ্রনারায়ণ রায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের অধীনে অর্থ কর্মকর্তাদের একজন ছিলেন, হাভেলি শহরে (বর্তমানে হালিশহর) বসবাস করেছিলেন। উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর অংশে তাঁর বিশাল জমিদারি ছিল। একদিন তিনি লাবণ্যবতী নদী (বর্তমানে নোয়া খাল নামে একটি সংকীর্ণ খাল) বরাবর বাজরা তাঁর জমিদারিতে যাচ্ছেন। হঠাৎ করে দুর্ঘটনার ফলে বাজরা ডুবে গেল এবং তার পাশে সব যাত্রী ডুবে গেল। এই দুর্ঘটনার পর তিনি হালিশহর ফিরে আসতে অস্বীকার করেন এবং এই স্থানে বসার সিদ্ধান্ত নেন। লাবণ্যবতী নদীর উত্তরে তিনি তাঁর বাসভবন নির্মাণ করেন। তার বাড়ির চারপাশে একটি গ্রাম বড় হয়ে উঠল যা এখনও রাজবাটী বা রাজবাড়ি নামে পরিচিত। এই গ্রামটি জোজেড়া ও বেরবাড়ি গ্রামের ২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পরবর্তীকালে তার প্রজাদের অনেক পরিবারই এই জায়গাটির চারপাশে বসতে শুরু করে এবং বাজার শুরু হয় যা তারা রাজার হাট নামে পরিচিত। এই বাজারটি এখনো কাহিহতির পূর্ব দিকে অবস্থিত - বিষ্ণুপুর রোড ও পুরনো শ্যামবাজার - বাসিরহাট লাইট রেললাইন, বর্তমানে বাগুইটি - রাজরহাট রোড নামে পরিচিত। এই রাজা গজেন্দ্রনারায়ণ রায়ের পরবর্তী ৭ম প্রজন্ম দুর্গা প্রসাদ রায় বেহালায় বসতি স্থাপন করেছিলেন এবং তাকে বেহালা দর্শনীয় রে পরিবারের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়।

প্রশাসন

সম্পাদনা

রাজারহাটের অন্তর্ভুক্ত অঞ্চলগুলি হল: কেষ্টপুর, চণ্ডীবেড়িয়া, রবিন্দ্রপল্লী, সমরপল্লী, বাগুইআটি, উদয়নপল্লী, সন্তোষপল্লী, জগৎপুর, অশ্বিনীনগর, নারায়ণতলা, রঘুনাথপুর, অর্জুনপুর, তেঘরিয়া, জ্যাংরা, হেলাবত্তালা, নোয়াপাড়া, আদর্শপল্লী, প্রমোদগড়, জ্যোতিনগর, হাতিয়ারা, কৈখালী, চিনার পার্ক, আটঘরা, দশদ্রোন, সালুয়া, বাবলাতলা, নারায়ণপুর, বেরাবেরি, বিদিশাপল্লী, সারদাপল্লী, গন্তি, শিখরপুর, লাউহাটি, বাগু, চাঁদপুর, জামালপাড়া, বিষ্ণুপুুুর, গড়াগড়ি, নয়়া়বাদ।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারে সাবেক রাজারহাট-গোপালপুর পৌরসভার জনসংখ্যা হল ৪,০২,৮২২ জন। এর মধ্যে পুরুষ ৫০.৫৫% এবং নারী ৪৯%। এখানে সাক্ষরতার হার ৮৯.৬৯%। []

পরিবহন

সম্পাদনা

এই অঞ্চলের প্রধান সড়কটি ভিআইপি রোড (কাজী নজরুল ইসলাম সরণি) নামে পরিচিত। এই সড়কটি উল্টোডাঙ্গা থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "North 24" (পিডিএফ)। ২০১৮-০২-০৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "Rajarhat Gopalpur City Population 2011 - 2021"। Census of India, Government of India। 

বহিঃসংযোগ

সম্পাদনা