রাজারকূল ইউনিয়ন
রাজারকূল বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি ইউনিয়ন।
রাজারকূল | |
---|---|
ইউনিয়ন | |
৭নং রাজারকূল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রাজারকূল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°২৪′০″ উত্তর ৯২°৬′৪৬″ পূর্ব / ২১.৪০০০০° উত্তর ৯২.১১২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | রামু উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মুফিজুর রহমান মুফিজ |
আয়তন | |
• মোট | ২০.৫৯ বর্গকিমি (৭.৯৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২০,৩০৪ |
• জনঘনত্ব | ৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৪.৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৩০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনারাজারকূল ইউনিয়নের আয়তন ৫০৮৭ একর (২০.৫৯ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাজারকূল ইউনিয়নের লোকসংখ্যা ২০,৩০৪ জন। এর মধ্যে পুরুষ ৯,৩৭০ জন এবং মহিলা ১০,৯৩৪ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনারামু উপজেলার দক্ষিণাংশে রাজারকূল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফতেখাঁরকূল ইউনিয়ন ও চাকমারকূল ইউনিয়ন, পশ্চিমে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে কাউয়ারখোপ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনারাজারকূল ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ১টি মাত্র মৌজায় বিভক্ত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | হাফেজপাড়া, পালপাড়া, ধরপাড়া |
২নং ওয়ার্ড | মৌলভীপাড়া, ধরপাড়া, হালদারকূল |
৩নং ওয়ার্ড | সিকদারপাড়া, দক্ষিণ সিকদারপাড়া, শর্মাপাড়া, পাহাড়তলী |
৪নং ওয়ার্ড | পশ্চিম নয়াপাড়া, চৌকিদারপাড়া, ছাগলিয়াকাটা, ভিলেজারপাড়া |
৫নং ওয়ার্ড | নয়াপাড়া, জলদাশপাড়া, ছাগলিয়াকাটা, কাঁঠালিয়াপাড়া |
৬নং ওয়ার্ড | দেয়াংপাড়া, বৈদ্যরখীল, শর্মাপাড়া |
৭নং ওয়ার্ড | নাশিরকূল, উত্তর ঘোনারপাড়া, দক্ষিণ ঘোনারপাড়া, পঞ্চখানা, ঢালারমুখ, হাতিয়ারঘোনা, রামকূট |
৮নং ওয়ার্ড | নাশিরকূল, দক্ষিণণপাড়া, হাজীপাড়া, পাহাড়পাড়া |
৯নং ওয়ার্ড | ফুলনীরচর, বড়ুয়াপাড়া, চরপাড়া, হাজীপাড়া, নাইয়াপাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনারাজারকূল ইউনিয়নের সাক্ষরতার হার ২৪.৫৫%।[১] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- নছরত আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব রাজারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাজারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামকূট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হালদারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনারাজারকূল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল রাজারকুল-চেইন্দা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।মিনি টমটম।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনারাজারকূল ইউনিয়নে ২৩টি মসজিদ,(স্বনামধন্য আজিজুল উলুম মাদ্রাসা)
২টি মন্দির ও ২টি বিহার রয়েছে।[২]
খাল ও নদী
সম্পাদনারাজারকূল ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী। এছাড়া রয়েছে কাটাখালী খাল।[৬]
হাট-বাজার
সম্পাদনারাজারকূল উপজেলার প্রধান হাট-বাজার হল রাজারকূল বাজার।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনা- রামকূট বৌদ্ধ মন্দির
- রামকূট তীর্থধাম (রাম মন্দির)
- বোটানিক্যাল গার্ডেন
- নারিকেল বাগান
- শিকলঘাট ব্রীজ
- রেল লাইন
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মুফিজুর রহমান মুফিজ[৮]
- প্যানেল চেয়ারম্যান- বোরহান উদ্দীন রব্বানী
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "রামু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ ঙ "এক নজরে রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন"। rajarkulup.coxsbazar.gov.bd। ২৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন"। rajarkulup.coxsbazar.gov.bd। ১৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭।
- ↑ ক খ "Schools/Colleges in RAMU - Bangladesh School, College Directory"। edu.review.net.bd। ১৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41204&union=08[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন"। rajarkulup.coxsbazar.gov.bd। ১৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজার - রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন"। rajarkulup.coxsbazar.gov.bd। ১৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭।
- ↑ "বর্তমান পরিষদ - রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন"। rajarkulup.coxsbazar.gov.bd। ১৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭।