রাজারকূল ইউনিয়ন

কক্সবাজার জেলার রামু উপজেলার একটি ইউনিয়ন

রাজারকূল বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি ইউনিয়ন

রাজারকূল
ইউনিয়ন
৭নং রাজারকূল ইউনিয়ন পরিষদ
রাজারকূল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রাজারকূল
রাজারকূল
রাজারকূল বাংলাদেশ-এ অবস্থিত
রাজারকূল
রাজারকূল
বাংলাদেশে রাজারকূল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°২৪′০″ উত্তর ৯২°৬′৪৬″ পূর্ব / ২১.৪০০০০° উত্তর ৯২.১১২৭৮° পূর্ব / 21.40000; 92.11278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলারামু উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমুফিজুর রহমান মুফিজ
আয়তন
 • মোট২০.৫৯ বর্গকিমি (৭.৯৫ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২০,৩০৪
 • জনঘনত্ব৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২৪.৫৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রাজারকূল ইউনিয়নের আয়তন ৫০৮৭ একর (২০.৫৯ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাজারকূল ইউনিয়নের লোকসংখ্যা ২০,৩০৪ জন। এর মধ্যে পুরুষ ৯,৩৭০ জন এবং মহিলা ১০,৯৩৪ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

রামু উপজেলার দক্ষিণাংশে রাজারকূল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফতেখাঁরকূল ইউনিয়নচাকমারকূল ইউনিয়ন, পশ্চিমে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে কাউয়ারখোপ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

রাজারকূল ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ১টি মাত্র মৌজায় বিভক্ত।[]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড হাফেজপাড়া, পালপাড়া, ধরপাড়া
২নং ওয়ার্ড মৌলভীপাড়া, ধরপাড়া, হালদারকূল
৩নং ওয়ার্ড সিকদারপাড়া, দক্ষিণ সিকদারপাড়া, শর্মাপাড়া, পাহাড়তলী
৪নং ওয়ার্ড পশ্চিম নয়াপাড়া, চৌকিদারপাড়া, ছাগলিয়াকাটা, ভিলেজারপাড়া
৫নং ওয়ার্ড নয়াপাড়া, জলদাশপাড়া, ছাগলিয়াকাটা, কাঁঠালিয়াপাড়া
৬নং ওয়ার্ড দেয়াংপাড়া, বৈদ্যরখীল, শর্মাপাড়া
৭নং ওয়ার্ড নাশিরকূল, উত্তর ঘোনারপাড়া, দক্ষিণ ঘোনারপাড়া, পঞ্চখানা, ঢালারমুখ, হাতিয়ারঘোনা, রামকূট
৮নং ওয়ার্ড নাশিরকূল, দক্ষিণণপাড়া, হাজীপাড়া, পাহাড়পাড়া
৯নং ওয়ার্ড ফুলনীরচর, বড়ুয়াপাড়া, চরপাড়া, হাজীপাড়া, নাইয়াপাড়া

[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

রাজারকূল ইউনিয়নের সাক্ষরতার হার ২৪.৫৫%।[] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাদ্রাসা

[]

মাধ্যমিক বিদ্যালয়

[]

প্রাথমিক বিদ্যালয়
  • নছরত আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব রাজারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামকূট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হালদারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

রাজারকূল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল রাজারকুল-চেইন্দা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।মিনি টমটম।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

রাজারকূল ইউনিয়নে ২৩টি মসজিদ,(স্বনামধন্য আজিজুল উলুম মাদ্রাসা)

২টি মন্দির ও ২টি বিহার রয়েছে।[]

খাল ও নদী

সম্পাদনা

রাজারকূল ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী। এছাড়া রয়েছে কাটাখালী খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

রাজারকূল উপজেলার প্রধান হাট-বাজার হল রাজারকূল বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • রামকূট বৌদ্ধ মন্দির
  • রামকূট তীর্থধাম (রাম মন্দির)
  • বোটানিক্যাল গার্ডেন
  • নারিকেল বাগান
  • শিকলঘাট ব্রীজ
  • রেল লাইন

[]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মুফিজুর রহমান মুফিজ[]
  • প্যানেল চেয়ারম্যান- বোরহান উদ্দীন রব্বানী

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রামু উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন"rajarkulup.coxsbazar.gov.bd। ২৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন"rajarkulup.coxsbazar.gov.bd। ১৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭ 
  4. "Schools/Colleges in RAMU - Bangladesh School, College Directory"edu.review.net.bd। ১৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭ 
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41204&union=08[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "খাল ও নদী - রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন"rajarkulup.coxsbazar.gov.bd। ১৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭ 
  7. "হাট বাজার - রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন"rajarkulup.coxsbazar.gov.bd। ১৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭ 
  8. "বর্তমান পরিষদ - রাজারকুল ইউনিয়ন - রাজারকুল ইউনিয়ন"rajarkulup.coxsbazar.gov.bd। ১৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা