রাজস্থানি ভাষা
রাজস্থানি ভাষা (राजस्थानी) হল একটি মধ্য ইন্দো-আর্য ভাষা, যা মূলত রাজস্থান রাজ্যে এবং হরিয়ানা, পাঞ্জাব, গুজরাত এবং মধ্য প্রদেশের নিকটবর্তী অঞ্চলে প্রচলিত। পাকিস্তানের সিন্ধু এবং পাঞ্জাব প্রদেশেও রাজস্থানিভাষী বর্তমান। [৪] রাজস্থানি ভাষা পার্শ্ববর্তী হিন্দি ভাষা থেকে স্বতন্ত্র বলে বহু ভাষাবিদদের মত, যদিও কিছু ভাষাগত সমতা (যা বাংলা ও অসমীয়ার মধ্যকার চেয়েও অনেক কম) কারণে এটি হিন্দি একটি উপভাষা বলে অভিহিত করা হয়ে।এবং দেবনাগরীতে লিখিত বিভিন্ন ভাষার মতো (ভোজপুরি, ছত্তিশগড়ি) রাজস্থানিকেও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় আগ্রাসনের শিকার হতে হয়েছে।
রাজস্থানী | |
---|---|
राजस्थानी | |
দেশোদ্ভব | ভারত, পাকিস্তান |
অঞ্চল | রাজস্থান ও পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য; এছাড়াও পাকিস্তানে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশের কিছু কিছু এলাকায় এই ভাষাতে কথা বলা হয়। |
মাতৃভাষী | ২৫.৮ মিলিয়ন (২০১১)[১]
|
পূর্বসূরী | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-২ | raj |
আইএসও ৬৩৯-৩ | raj – সমেত কোডপৃথক কোডসমূহ: bgq – Bagrigda – Gade Lohargju – Gujarimup – Malviwbr – Wagdihoj – Hadothilmn – Lambadinoe – Nimadilrk – Loarki |
গ্লোটোলগ | raja1256 [৩] |
রাজস্থানী ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পশ্চিম ইন্দো-আর্য ভাষা পরিবারের অন্তর্গত। এর বিবর্তনগত উৎপত্তি শৌরসেনী প্রাকৃত থেকে অনুমান করা হয়। শৌরসেনী প্রাকৃত থেকে পশ্চিম দিকে বিস্তৃত গুর্জরী অপভ্রংশ হয়ে আনুমানিক ১০৫০ সালে মরু-গুর্জর প্রভেদের উৎপত্তি। ১৪৫০ সালের পর থেকে গুর্জর এবং মরু-গুর্জরের পার্থক্য প্রকট হতে শুরু করে।[৫] এই মরু-গুর্জর থেকে মরু ভাষা বা রাজস্থানী ভাষা বা ডিঙ্গাল বিকশিত হয়।
ইতিহাস
সম্পাদনালিখন পদ্ধতি
সম্পাদনাভারতে, রাজস্থানী ভাষা দেবনাগরী লিপিতে লিখিত হয়, এটি একটি আবুজিদা যা বাম থেকে ডানদিকে লেখা হয়। এর আগে, মহাজনী লিপি বা মুরিয়া লিপিতে রাজস্থানী ভাষা লেখা হত। পাকিস্তানে, রাজস্থানী একটি ছোট ভাষা বলে বিবেচিত হয়,[৬] এবং বৈচিত্র্যময় সিন্ধি লিপি রাজস্থানী উপভাষাগুলো লিখতে ব্যবহৃত হয়। [৭][৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Scheduled Languages in descending order of speaker's strength - 2011" (পিডিএফ)। Registrar General and Census Commissioner of India। ২৯ জুন ২০১৮।
- ↑ Ernst Kausen, 2006. Die Klassifikation der indogermanischen Sprachen (Microsoft Word, 133 KB)
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Rajasthani"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ Census of India, 2001. Rajasthan. New Delhi: Government Press
- ↑ Stroński, Krzysztof, Joanna Tokaj, and Saartje Verbeke. "A diachronic account of converbal constructions in old rajasthani." Historical Linguistics 2015: Selected papers from the 22nd International Conference on Historical Linguistics, Naples, 27-31 July 2015. Vol. 348. John Benjamins Publishing Company, 2019.
- ↑ "Language policy, multilingualism and language vitality in Pakistan" (পিডিএফ)। Quaid-i-Azam University। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০০৯।
- ↑ "Goaria"। Ethnologue। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০০৯।
- ↑ "Dhatki"। Ethnologue। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০০৯।